রাজনীতি
আর ক্ষমতায় আসবে না বিজেপি, কথায় কথায় মানুষকে ভয় দেখায়,তোপ মমতার
BJP will not come to power anymore, scares people with words, Mamta's cannon

The Truth of Bengal: তীব্র গরমকে উপেক্ষা করেই লাগাতার প্রচার করছেন মমতা বন্দ্যোপাধ্যায়।সোমবার খড়গ্রামে দলীয় প্রার্থীর সমর্থনে সভা করেন তিনি।সেই সভায় মমতা বন্দ্যোপাধ্যায় সরব হন বিজেপির ভীতিপ্রদর্শনের রাজনীতিকে। তাঁর কথায়,বিজেপি শুধু মানুষকে ভয় দেখায় আর ফেকভিডিও তৈরি করে মিথ্যা প্রচার করে।দেশ-সংবিধান বিক্রি করে ক্ষমতায় থাকতে চায়।জিনিসের দাম বাড়লেও বিজেপির মুখে কোনও কথা নেই।তৃণমূল সুপ্রিমো প্রশ্ন ছুঁড়ে দেন, মোদিবাবু কেন ১৫লাখ টাকা পাচ্ছে না মানুষ,কেন বছরে ২কোটি চাকরি হয়নি।মমতার কটাক্ষ,হাজার টাকার গ্যাসে ফুটছে বিনাপয়সার চাল।কেন এই সরকারকে ভোট দেবে মানুষ,সেই প্রশ্ন তুলে বিজেপিকে বেঁধেন মমতা বন্দ্যোপাধ্যায়।তাঁর দাবি,নিশ্চিত থাকুন আর ক্ষমতায় আসবে না বিজেপি।