অস্থায়ীকর্মী নিয়োগেও চালু হোক সংরক্ষণ, দাবি বিজেপি নেতা শুভেন্দুর
BJP leader Shuvendu demanded that reservation should be introduorkced in the recruitment of temporary wers

The Truth of Bengal : বৃহস্পতিবার বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেন, পশ্চিমবঙ্গ সরকারের অস্থায়ী ও ঠিকা কর্মী নিয়োগের জন্যও সংরক্ষণ ব্যবস্থা কার্যকর করা হোক। তিনি বলেন, বঙ্গে অস্থায়ী-ঠিকা-চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের জন্যেও সংবিধান মেনে তফসিলি জাতি-উপজাতি, অনগ্রসর শ্রেণি সহ শারীরিক ভাবে অক্ষম মানুষদের জন্য সংরক্ষিত আসন রাখা হোক। তিনি আরও বলেন, বঙ্গে পঞ্চায়েতের বিভিন্ন অস্থায়ী পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে কিন্তু তাতে কোনও সংরক্ষণের উল্লেখ করা নেই। অবিলম্বে ওই নিয়োগ ক্ষেত্রেও সংরক্ষিত আসন রাখা হোক।
সম্প্রতি রাজ্যের পঞ্চায়েত দফতরে অস্থায়ী পদে ৬,৬০০ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে পশ্চিমবঙ্গ সরকার। ‘জেলা সিলেকশন কমিটি’ মধ্য দিয়ে নিয়োগ করা হবে। শুভেন্দু অভিযোগ করেছে, সরকারি চাকরির ক্ষেত্রে যে ‘১০০ পয়েন্ট রস্টার’ মানা হয় সেটা এক্ষেত্রে মান্য করা হয়নি। সরকারের নীতি অনুযায়ী সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে মোট পদের মধ্যে কত আসন সংরক্ষন থাকবে তা এই ‘১০০ পয়েন্ট রস্টার’-এ লেখা থাকে। সেখানে প্রতি ১০০ শূন্যপদে কত অনুপাতে কাদের জন্য কত আসন সংরক্ষিত সব থাকে। কিন্তু পঞ্চায়েত দফতরে কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তাতে এই ‘১০০ পয়েন্ট রস্টার’ মান্য করার কথা বলা হয়নি।
তার আগে রাজ্যের বিরোধী দলনেতা দাবি করেন, বঙ্গের অস্থায়ী পদে নিয়োগের ক্ষেত্রেও ‘১০০ পয়েন্ট রস্টার’ অনুযায়ী সংরক্ষণ কার্যকর হোক। তিনি এও বলেন, অনগ্রসর শ্রেণির সংরক্ষণে যে ‘আইনি জটিলতা’ তৈরি হয়েছে সেই জটিলতা মিটিয়ে অস্থায়ী-ঠিকা ও চুক্তিভিত্তিক পদে নিয়োগের বিষয়ে সংরক্ষণ নীতি কার্যকর করা হোক।