রাজনীতি

মনোজ টিগ্গার মাথায় ছাতা ধরলেন নিরাপত্তা রক্ষী, ভোটের মুখে বিতর্কে বিজেপি প্রার্থী

BJP candidates in controversy before the polls

The Truth of Bengal: রাজ্যে প্রথম দফার নির্বাচন আগামী ১৯ এপ্রিল। ওইদিন উত্তরবঙ্গের তিনটি লোকসভা কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হবে। কোচবিহার আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে নির্বাচন। তিন কেন্দ্রের নির্বাচনী প্রচারে এখন ব্যস্ত সব দলের প্রার্থীরা। আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী মনোজ টিগ্গা। শনিবার সকালে তিনি বীরপাড়া চা বাগান এলাকায় প্রচারে যান। জনসংযোগ করেন চা বাগানের শ্রমিকদের সঙ্গে। বিজেপি প্রার্থীর প্রচারে দেখা যায় তার মাথায় ছাতা ধরে রয়েছেন তারই সিকিউরিটি।

এই নিয়ে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে জল্পনা। একজন প্রার্থীর মাথায় কিভাবে সিকিউরিটি ছাতা ধরতে পারেন? যিনি যে দায়িত্বে কর্তব্যরত তাকে ছাতা ধরানোর কাজে ব্যবহার করায় বিতর্ক তৈরি হয়েছে। প্রশ্ন উঠছে, যিনি নিরাপত্তার দায়িত্ব পালন করেন তিনি একজন রাজনৈতিক নেতার ‘ছত্রধর’ হতে পারেন কী? বিশেষ করে যখন নির্বাচনী বিধি লাগু হয়েছে? রাজনৈতিক দলের প্রচারে রাজনৈতিক নেতৃত্ব কিংবা প্রার্থীরা কখনোই সরকারি সম্পদ ব্যবহার করতে পারেন না।

বিজেপি প্রার্থী মনোজ টিগ্গার নিরাপত্তায় নিয়োজিত একজন সরকারি নিরাপত্তা রক্ষীর কাজ তাঁর নিরাপত্তা রক্ষা করা। তথ্যভিজ্ঞ মহলের একাংশের মতে, রোদ বা বর্ষার হাত থেকে তাঁর মাথা রক্ষা করার জন্য তাঁকে নিয়োগ করা করেনি সরকার। অনেকেই বলছেন নির্বাচনী বিধি ভঙ্গের মধ্যেই পড়ে এ ধরনের ঘটনা। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের অভিযোগ, বিজেপি নেতারা তাদের নিরাপত্তা বাহিনীকে নিজেদের কাজে ব্যবহার করছেন। ফাইফরমাশ খাটিয়ে নিচ্ছেন। এটা মানবিকতার পতন। নির্বাচনের মুখে বিজেপি প্রার্থীর মাথায় নিরাপত্তা রক্ষীর ‘ছত্রধর’ এর ভূমিকা নিয়ে এখন বিতর্ক তৈরি হয়েছে আলিপুরদুয়ার এলাকায়।

Related Articles