lok sabha election 2024: বারাসাতের বিজেপি প্রার্থী ড্রাগমাফিয়া! গুরুতর অভিযোগ খোদ দলের একাংশ নেতার
lok sabha election 2024: Barasat BJP candidate Drugmafia! Some of the leaders of the party have made serious allegations

The Truth of Benhal: বিজেপির প্রার্থীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ খোদ দলের একাংশ নেতার। তার বিরুদ্ধে ড্রাগ পাচারের অভিযোগ এনে নির্বাচন কমিশনে নালিশ ঠুঁকেছেন তারা। এই নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। স্বপন মজুমদারের নাম বারাসাত কেন্দ্রে ঘোষণা হওয়ার পর থেকেই বিতর্ক তাঁকে ঘিরে। দলের একাংশ প্রথম থেকেই ক্ষোভ দেখাতে শুরু করেন। বারাসাতের বিভিন্ন এলাকায় তাঁর বিরুদ্ধে পোস্টার পরে। এবার সরাসরি নির্বাচন কমিশনে অভিযোগ। কমিশনের অভিযোগ জানিয়েছেন অশোকনগরের বিজেপি নেত্রী উৎপলা বিশ্বাস।
পাশাপাশি অভিযোগ জানিয়েছেন বারাসাতের বিজেপি নেতা সুভাষচন্দ্র রায়। এই কেন্দ্র থেকে গত লোকসভা নির্বাচনে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন মৃণাল কান্তি দেবনাথ। বিজেপির এই নেতা বলেন স্বপন মজুমদারের হয়ে প্রচারে নামা সম্ভব নয়। তাঁর হয়ে ভোট চাইতে গেলে মানুষের কাছে মার খেতে হবে। বিজেপির একটা বড় অংশ বারাসাতের এই প্রার্থীর হয়ে প্রচারে নামতে নারাজ। কমিশনে অভিযোগ জানিয়ে বিজেপির একাংশ নেতা তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছেন। তার প্রার্থী পদ যাতে বাতিল হয় সেই দাবি তোলা হয়েছে। কমিশন সূত্রে খবর অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।
সূত্রের খবর ২০১৭ সালে স্বপন মজুমদারের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়। ট্রেন সফরের সময় বিজেপির এই প্রার্থীর কাছ থেকে সেই সময় মাদক উদ্ধার হয় বলে খবর। খোদ বিজেপির পক্ষ থেকে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে কমিশনে অভিযোগ ওঠায় কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল কংগ্রেস। বারাসাতের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ। অভিযোগ জানালেন বারাসাতের বিজেপি নেতাদের একাংশ। বিজেপি প্রার্থী স্বপন মজুমদারের বিরুদ্ধে ড্রাগ পাচারে অভিযুক্ত থাকার অভিযোগ। স্বপন মজুমদারকে ড্রাগ মাফিয়া বলে কমিশনে অভিযোগ জানালেন অশোকনগরের বিজেপি নেত্রী উৎপলা বিশ্বাস কমিশনে অভিযোগ জানিয়েছেন।অভিযোগ জানিয়েছেন বারাসাতের বিজেপি নেতা সুভাষচন্দ্র রায়।