জীবনদায়ী ওষুধে কৃত্রিম মূল্যবৃদ্ধি! বোলপুরের দোকানে বিক্ষোভ
Artificial price hike in life-saving medicines! Protest at Bolpur shop

Truth Of Bengal: বোলপুর মহকুমা হাসপাতালের সংলগ্ন একটি ওষুধের দোকানে জীবনদায়ী ওষুধের দাম কৃত্রিমভাবে বাড়িয়ে বিক্রির অভিযোগ ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়াল। অভিযোগ, প্যাকেটের আসল দামের উপর স্টিকার বসিয়ে নতুন করে বেশি দাম বসিয়ে গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছিল।
এদিন মহম্মদ আলী নামে এক গ্রাহক একটি ইনহেলার কিনতে গিয়ে দেখেন, ওষুধের প্যাকেটে একটি স্টিকার চিটানো আছে। সন্দেহ হলে তিনি স্টিকারটি খুলে দেখেন আসল দাম, যা স্টিকারে উল্লেখিত দামের চেয়ে ৫০ টাকা কম। বিষয়টি নিয়ে দোকান কর্তৃপক্ষকে প্রশ্ন করলে তারা সঙ্গে সঙ্গেই অতিরিক্ত টাকা ফেরত দিয়ে দেন।
এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দারা দোকানের সামনে বিক্ষোভ দেখান। বিক্ষুব্ধদের অভিযোগ, এভাবে জীবনদায়ী ওষুধের দাম বাড়িয়ে বিক্রি করে এক অসাধু চক্র ক্রেতাদের ঠকাচ্ছে। শুধু দোকান নয়, ওষুধ সরবরাহকারী ডিলাররাও এই কালোবাজারিতে জড়িত বলে দাবি তাদের। এর ফলে সাধারণ মানুষ যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তেমনই সরকারও বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।
অভিযোগের পরিপ্রেক্ষিতে শান্তিনিকেতন থানায়, বীরভূম জেলা স্বাস্থ্য দফতর, রাজ্য ক্রেতা সুরক্ষা দপফতরসহ একাধিক প্রশাসনিক দফতরে ইতিমধ্যে লিখিত অভিযোগ জানানো হয়েছে। এদিকে ওষুধের দোকান কর্তৃপক্ষ তাদের দোষ অস্বীকার করে দাবি করেছেন, তারা যে ডিলারের কাছ থেকে ওষুধ সংগ্রহ করেন, সেখান থেকেই এই স্টিকার লাগানো অবস্থায় ওষুধ আসে। ফলে এ বিষয়ে তারা কিছুই জানতেন না।
তবে এই ঘটনা প্রশাসনের নজরে আসায় আশা করা যায়, শীঘ্রই তদন্ত শুরু হবে এবং দোষীদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে। জীবনদায়ী ওষুধ নিয়ে এমন কালোবাজারি বরদাস্ত করা হবে না — এমনটাই আশা করছেন সাধারণ মানুষ।