
The Truth of Bengal: বিজেপিতে যোগ দিচ্ছেন বলে আগেই ঘোষণা করেছিলেন। সেই ঘোষণা মতো বিজেপিতে ফিরলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। শুক্রবার দিল্লিতে এই যোগদান পর্ব হয় দুষ্মন্ত গৌতম, অমিত মালব্যের উপস্থিতিতে। এদিন অর্জুন সিংয়ের সঙ্গে বিজেপিতে যোগ দেন তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারীও। দিল্লিতে বিজেপির সদর দফতরে গেরুয়া উত্তরীয় পরিয়ে তাদের দলে শামিল করে নেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। অর্জুনের দলবলদকে কটাক্ষ করেছে তৃণমূল।
তৃণমূল যে প্রার্থী তালিকা প্রকাশ করে তাতে জায়গা হয়নি অর্জুন সিংয়ের। টিকিট না পেয়ে হতাশ অর্জুন তৃণমূলের সঙ্গে সব সম্পর্ক ছদ করার কথা ঘোষণা করেন। তাঁর বিজেপিতে ‘ঘর ওয়াপসি’ নিয়ে কথা চলতে থাকে। এরপর অর্জুন নিজে জানিয়ে দেন তিনি বিজেপিতে যোগ দিচ্ছেন। সেই মতো শুক্রবার বিজপি শিবিরে ভিড়ে গেলেন অর্জুন সিং। বিজেপি তাঁকে ব্যারাকপুরে টিকিট দিতে পারে। তৃণমূল ব্যারাকপুরে প্রার্থী করেছে রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিককে। ইতিমধ্যে পার্থ সেখানে জোরকদমে প্রচার শুরু করে দিয়েছেন।
তৃণমূল প্রার্থী না করায় প্রকাশ্যে জানিয়েছিলেন আগে জানলে তিনি তৃণমূলে যোগ দিতেন না। অর্জুনের এই বক্তব্যকে হাতিয়ার করেছে তাঁকে আক্রমণ করেছে তৃণমূল। দলের মুখপাত্র জয়প্রকাশ মজুমদার জানিয়েছেন, ভাল রাজনীতিবিদরা মানুষকে দেওয়ার জন্য রাজনীতি করেন। উনে পাওয়ার জন্য তৃণমূলে এসেছিলেন। অর্জুনের বোঝা উচিত, তৃণমূলে পাওয়ার রাজনীতি চলে না। অর্জুন ও দিব্যেন্দুর বিজেপিতে যোগদান নিয়ে কটাক্ষ করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তাঁর বক্তব্য, ‘বিজেপি নেতারাই যোগ দিলেন বিজেপিতে, এটা আর নতুন কী?’