নাম না করে সুকান্তকে কোলা ব্যাঙ তোপ অনুপমের, বিজেপির কলহ বাড়ছে
Anupam calls Sukant a cola frog without naming him, BJP's feud is growing

Truth of Bengal: ফের বিস্ফোরক অনুপম হাজরা। এবার রাজ্য বিজেপির সদস্য সংগ্রহেও বেনিয়মের অভিযোগ করলেন প্রাক্তন সাংসদ। বিদ্রোহী নেতা অনুপম নাম না করে সুকান্ত মজুমদারকে কোলা ব্যাঙ বলে কটাক্ষ করেছেন। একইসঙ্গে তাঁর অভিযোগ,এক একজন নেতা ৫থেকে ৬টি সিমকার্ড তুলে মিসকল দিয়ে সদস্য বাড়াচ্ছেন। সংগঠনের বেহাল দশার মতোই বঙ্গ নেতাদের সদস্যসংগ্রহ বৃদ্ধির প্রচারকে তুলোধনা করেছেন।
গেরুয়া অন্তর্দ্বন্দ্বকে কটাক্ষ করেছে তৃণমূল নেতৃত্ব। রাজ্য বিজেপির ঘরোয়া কোন্দলে বেআব্রু সংগঠনের বেহাল দশা। লোকসভার পর থেকে কলহ চরমে পৌঁছেছে। গোষ্ঠীবিবাদের ধাক্কায় অস্থির হয়ে উঠছে বঙ্গ বিজেপি। সুকান্ত মজুমদারকে সরিয়ে শুভেন্দু অধিকারীকে রাজ্য সভাপতি করার দাবি তুলেছেন তথাগত রায়।আর এবার অনুপম হাজরা সুকান্ত মজুমদারকে কোলা ব্যাঙ বলে কটাক্ষ করে তোপ দাগলেন। বিজেপির সংগঠনকে ঢপের বলেও তোপ দাগেন তিনি।
রাজ্যে বিজেপির ক্ষমতাসীন গোষ্ঠীকে ব্যাঙ্গ করে পোস্ট করায় সোশ্যাল মিডিয়ায় শোরগোল পড়ে গেছে। উনিশে যে বিজেপি ১৮টি আসন পেয়েছিল,তারা চব্বিশে ১২টি আসন পেয়েছে। উপ-নির্বাচনে পদ্ম শিবিরের হাত শূন্য হয়। ভোটের রাজনীতিতে ক্রমশ বাংলায় বিজেপি ব্যাকফুটে। মেরুকরণের দাওয়াই কাজ দিচ্ছে না।উল্টে বাংলাকে বঞ্চনা,কোণঠাসা করার অভিযোগ পদ্ম শিবিরকে বিদ্ধ করছে। যার জন্য বিজেপির জনভিত্তি দুর্বল হচ্ছে।
একুশের বিধানসভা ভোটে যেখানে বিজেপির ভোট শতাংশ ছিল ৩৮শতাংশ,২০২৩-এরপঞ্চায়েতে ১৫শতাংশের কাছে ভোট কমে।লোকসভায় আরও পায়ের তলার মাটি আলগা হয়েছে। গেরুয়া শিবির বরাবরই ডিজিটাল ক্যাম্পেনে জোর দেয়।বাস্তবে সংগঠনের হাল ফেরানোর বদলে ভার্চুয়ালি রঙিন প্রচারে নজর কাড়তে চায় এই অভিযোগ করেন বিরোধীরা। যারজন্য কেন্দ্রের শাসকরা বাংলায় মুখ থুবড়ে পড়ছে। কটাক্ষ হানছেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।
চলতি মাস থেকেই মোবাইল ফোনের মাধ্যমে সদস্য পদ দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে বিজেপি। সে ক্ষেত্রে একটি মোবাইল নম্বরও চালু করেছে বিজেপির কেন্দ্রীয় কমিটি। একটি নম্বরে মিসড্ কল দিলেই এসএমএসের মাধ্যমে একটি নম্বর চলে আসবে কলারের কাছে। সেই নম্বরে ভোটার আইডি কার্ড নম্বর, নাম ও ঠিকানা লিখে পাঠালেই সদস্যপদ লাভ করা যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে এই পদ্ধতিতে সদস্য পদ নিয়ে প্রকল্পের সূচনা করেন।
কিন্তু অনুপম হাজরা অভিযোগ করছেন, বিজেপি নেতাদের টার্গেট পূরণ হচ্ছে না, তাই তারা নিজেরাই টার্গেট পূরণের জন্য ৫-৬ টি করে সিম তুলছেন। বীরভূমের জেলা সভাধিপতি তথা তৃণমূল নেতা কাজল শেখ বলেন,“অনুপম হাজরা শিক্ষিত ছেলে। ঠিক কথাই বলেছে। বিজেপির তো কোন সংগঠন নেই তাই এইসব করে বেড়াচ্ছে।”স্বভাবতই অনুপমের বাণে বিজেপি অস্থির ।যারা শৃঙ্খলাবদ্ধ দল বলে দাবি করে তারাই ঘরোয়া ঝগড়ায় আরও বেহাল হয়ে পড়ছে বলে মনে করছে পর্যবেক্ষকরা।