দেশরাজনীতি

দুবাইতে গ্রেফতার ‘মহাদেব’ বেটিং অ্যাপের এক মালিক, ভারতে আনার প্রক্রিয়া

Mahadev App Arrested

The Truth of Bengal: বহু চর্চিত মহাদেব অ্যাপের মালিক গ্রেফতার। দুবাইতে গ্রেফতার হলেন রবি উপ্পল। তাঁকে ধরতে ইন্টারপোলের মাধ্যমে রেড কর্নার নোটিশ জারি করা হয়েছিল। এবার তাঁকে ভারতে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। মহাদেব বেটিং অ্যাপের দুই মালিক হলেন সৌরভ চন্দ্রকার ও রবি উপ্পল। অনলাইন প্ল্যাটফর্মে দুবাই থেকে চালানো হতো এই অ্যাপ। যারা এই অনলাইন বেটিং অ্যাপে যুক্ত হতেন, রেজিস্ট্রেশনের টাকা জমা করতে হতো। সেই টাকা জমা হতো একটি অনামি ব্যাঙ্ক অ্যাকাউন্টে। এখন পর্যন্ত এই অ্যাপে ৬ হাজার কোটি টাকার লেনদেন হয়েছে।

মহাদেব বেটিং অ্যাপ নিয়ে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছিল। ইডি-র তরফে দাবি করা হয়, ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলকে ৫০৮ কোটি টাকা দিয়েছিল মহাদেব বেটিং অ্যাপের মালিকরা। সেই ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। বেটিং অ্যাপ কেলেঙ্কারির তদন্তে হানা দিয়ে রায়পুরের এক হোটেল থেকে ৫.৩৯ কোটি নগদ উদ্ধার করে পুলিশ। সেই তদন্ত এখনও চলছে।

শুধু রাজনীতি নয় এই অ্যাপ কেলেঙ্কারিতে নাম জড়িয়েছে বলিউডের। অ্যাপের অন্যতম মালিক সৌরভ চন্দ্রকর চলতি বছরের ফেব্রুয়ারি মাসে দুবাইতে রাজকীয় বিয়ে করেছিলেন। সেই বিয়েতে বিশেষ অতিথি হিসেবে যোগ দিয়েছিলেন বলিউডের একাধিক তারকা। তাঁদের মধ্যে অন্যতম সানি লিওন, টাইগার শ্রফ, নেহা কক্কর। মামলার তদন্তে আগেই ইডি তলব করেছিল রণবীর কাপুরকে। এবার গ্রেফতার হওয়া রবি উপ্পলকে দেশে এনে জিজ্ঞাসাবাদ করে আরও বিস্তারিত তথ্য জানার চেষ্টা করবে ইডি।

Related Articles