রাজনীতি

সত্যের জয়! সুপ্রিমকোর্ট ‘বিজেপির বোমা নিষ্ক্রিয়’ করে দিল ২৬হাজারের চাকরি বাতিলে অন্তর্বর্তী স্থগিতাদেশের পর প্রতিক্রিয়া অভিষেকের

26,000 teacher jobs are not being canceled for now

The Truth of Bengal: এসএসসির ২৬হাজার শিক্ষকের চাকরি বাতিল করে কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের নির্দেশে চাকরি চলে যাওয়ার আশঙ্কা তৈরি হয়।চাকরিহারাদের পাশে দাঁড়ায় রাজ্য সরকার।রাজ্য সরকার হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিমকোর্টে যায়। এসএসসি কর্তৃপক্ষ এবং চাকরিহারারাও শীর্ষ আদালতে যান। সেই মামলার শুনানিতে সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতির ডিভিসন বেঞ্চ চাকরি বাতিলের নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয়। ফলে স্পষ্ট হয়ে যায়,আপাতত ২৬হাজার শিক্ষকের চাকরি বাতিল হচ্ছে না।

তাঁরা স্বপদে বহাল থাকবেন।এমনকি হাইকোর্ট যে সুদ সহ বেতন ফেরানোর নির্দেশ দিয়েছিল সেই নির্দেশেও অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে শীর্ষ আদালত। এই নির্দেশ মেলার পর সোশ্যাল মিডিয়ায় মুখ খোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।অভিষেক বন্দ্যোপাধ্যায় লিখেছেন,বিজেপির বোমা নিষ্ক্রিয় করে দিয়েছে  সম্মানীয় সুপ্রিমকোর্ট। আসলে বাংলার ভাবমূর্তি কলঙ্কিত করা ও রাজ্য সরকারকে অস্থির করার চেষ্টা রদ হয়েছে। সত্যের জয় হয়েছে, আমরা কাঁধে কাঁধ চেপে সবকিছুর বিরুদ্ধে লড়াই জারি রাখব,আমাদের শেষ নিঃশ্বাস পর্যন্ত।

Related Articles