
Truth Of Bengal: মনীষা কর বাগচী: ভালোবাসার মানুষটিকে কখনো আটকে রাখতে নেই। নদীর স্রোতের মতো তাকে বয়ে যেতে দিতে হয় তার নিজের গতি পথে। সে যেদিকে যায় যাক। যা করতে চায় করুক। সে যেমন তাকে তেমনই থাকতে দিতে হয়। সে যেমনই হোক না কেন সে তো তোমার, তাই তাকে ভালোবাসতে হয়। যত্ন নিতে হয়। প্রেমে সন্দেহ থাকতে নেই। যেখানে সন্দেহ আসে সেখানে আর যাই হোক প্রেম থাকতে পারে না। বা বলতে পারো সেখানে প্রেমের বসত ছিলই না কোনোদিন।
নদীর স্রোতধারাকে যেমন বেঁধে রাখা যায় না তেমন একটি মনকেও বেঁধে রাখা যায় না। বাঁধার চেষ্টা করলে তার ভিতরটা শুকিয়ে কাঠ হয়ে যায়। হৃদয়ের আকুলতা, কোমল অনুভূতি, কাছে পাওয়ার স্পৃহা কিছুই আর অবশেষ থাকে না। তারপর যা বাকি থাকে সেটা হলো কর্তব্য পালন করা। একটা যান্ত্রিক জীবনকে জাস্ট বয়ে নিয়ে যাওয়া মৃত্যু পর্যন্ত। এমন জীবনকে আমি আর যাই বলি, বেঁচে থাকা বলতে পারব না।