নিজের ভাষায় চেনা যাবে স্প্যামকল ও ভুয়ো এসএমএস
You can recognize spam calls and fake SMS in your own language

Truth Of Bengal: অনলাইনে প্রতারণা ঠেকাতে মোবাইল গ্রাহকদের কথা ভেবে গ্রাহকদের জন্য বিশেষ পরিষেবা আনছে মোবাইল সার্ভিস প্রোভাইডার সংস্থা ভারতী এয়ারটেল ৷ দেশীয় ও আন্তর্জাতিক নেটওয়ার্ক থেকে আসা সমস্ত স্প্যামকল ও এসএমএস ১০টির বেশি ভারতীয় ভাষায় শনাক্ত করে গ্রাহকদের সাবধান করা হবে।
গত ৬ মাসে আন্তর্জাতিক নেটওয়ার্ক থেকে আসা স্প্যাম কলের সংখ্যা ১২% বেড়েছে। এয়ারটেল তাদের AI ফিচারগুলি আপগ্রেড করেছে। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য টেলিকম সংস্থার তরফে উল্লেখ করা হয়েছে, দেশীয় স্প্যাম নম্বরগুলির শনাক্ত করার পর এবার আন্তর্জাতিক নম্বর থেকে গ্রাহকদের সঙ্গে প্রতারণার চেষ্টা চলছে ৷ তা বন্ধ করতেই ভারতীয় ভাষাকে বেছে নেওয়া হয়েছে শনাক্তকরণের জন্য ৷
নতুন AI ফিচারে গ্রাহকরা হিন্দি, মরাঠি, বাংলা, গুজরাতি, তামিল, কন্নড়, মালায়ালাম, উর্দু, পাঞ্জাবি এবং তেলুগু-সহ দশটি ভারতীয় ভাষায় স্প্যাম সতর্কতামূলক বার্তা পাবেন। সমস্ত এয়ারটেল গ্রাহকরা বিনামূল্যে এই সুবিধা পাবেন। এই পরিষেবাটি নিজে থেকেই অ্যাক্টিভ হবে ৷ আগামিদিনে আরও নতুন ভাষা যোগ হবে বলে ভারতী এয়ারটেলের তরফে বলা হয়েছে।
ভারতী এয়ারটেলের সিইও এবং মার্কেটিং ডিরেক্টর সিদ্ধার্থ শর্মা বলেন, “ভারতের ভাষাগত বৈচিত্রের কথা ভেবে স্প্যামকল ও স্প্যাম মেসেজ নিয়ে গ্রাহকদের সতর্ক করতে ১০টি আঞ্চলিক ভাষা বেছে নেওয়া হয়েছে ৷ যাতে গ্রাহকরা সহজে নিজের মাতৃভাষায় সতর্কতামূলক বার্তা বুঝতে পারেন ৷ বিদেশি নেটওয়ার্কগুলি থেকে স্প্যামকলের সংখ্যা ক্রমশ বাড়ছে ৷ আন্তর্জাতিক নম্বর থেকে আসা সমস্ত এসএমএস এবং ফোন কল স্ক্যান শনাক্ত করবে এআই।”