অফবিটদেশ

প্রেমিকার সঙ্গে স্বামীকে ধরলেন হাতেনাতে! বেধড়ক মার স্ত্রীর

Wife caught husband red-handed with lover! Wife beaten severely

Truth Of Bengal: ক’দিন আগেই প্রেমিকার সঙ্গে স্বামীর রোম্যান্টিক চ্যাট দেখে ফেলেছিলেন ঊষা। তারপরেই ঠিক করেছিলেন এবার হাতেনাতে ধরবেন দুজনকে। যেমন ভাবনা তেমন কাজ।  গাড়িতে স্বামীর পাশে তার প্রেমিকা পুজা। পাকরাও করেই পুজাকে বেধড়ক মার। অবাক চোখে দেখছেন স্বামী জিতেন্দ্র মালি। মধ্যপ্রদেশের এই ঘটনার ভিডিও ভাইরাল হতেই হাসির রোল উঠেছে সমাজমাধ্যমে।

জানা গেছে, জিতেন্দ্র সাওনের পঞ্চায়েত প্রধান। আর পঞ্চায়েত প্রধান বরের পরকীয়া ফাঁস করতে মরিয়া হয়ে ওঠেন স্ত্রী ঊষা। জানতে পারেন, ইন্দোর রোডের একটি হোটেলে পুজার সঙ্গে ছিলেন জিতেন্দ্র। ভাইরাল ভিডিওটিতে দেখা যাচ্ছে, তাদের গাড়িতে দেখেই অকথ্য ভাষায় পুজাকে গালাগাল করতে থাকেন ঊষা। গাড়ি থেকে নামতে বলে তার ওপর কার্যত প্রহার চালান তিনি।

পুজা পাল্টা প্রশ্ন করেন, ‘কে আপনি? আপনাকে আমি চিনি না’। এর জবাবে ঊষার সঙ্গে থাকা কিছু লোকজন বলেন, ‘থানায় নিয়ে গিয়ে বলব আমরা কারা’। এই ঘটনায় কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে রাস্তা। খবর পেয়ে সেখানে পৌঁছয় পুলিশ। থানায় নিয়ে যাওয়া হয় তিনজনকেই।

Related Articles