অফবিট

মঙ্গলে স্বাস্থ্যহানির সম্ভাবনা আছে কোন রাশির জাতকদের? জানতে পড়ুন আজকের রাশিফল

Which zodiac signs are likely to suffer from health problems due to Mars? Read today's horoscope to know

Truth of Bengal: আজ মঙ্গলবার। আজ কোন রাশির দিন ভালো কাটবে আবার কাদেরই বা খারাপ কাটবে তা জানতে পড়ুন আজকের রাশিফল। আজ বেশ কিছু রাশির জাতকদের স্বাস্থ্যহানির আশঙ্কা রয়েছে। ফলে তাদের আগে থেকেই সচেতন থাকতে হবে। তার জন্য দেখেনিন রাশিফল।

মেষ রাশিঃ মেষ রাশির জাতকদের জমানো টাকা আজ খরচ হয়ে যেতে পারে। তাই যে কোন বিষয় টাকা খরচ করার আগে সচেতন থাকুন। হুটহাট মন্তব্য করলে আপনার শত্রুসংখ্যা বাড়তে পারে। গুরুজনের স্বাস্থ্যের কারণে চিন্তা বাড়তে পারে। শরীরে কোথাও আঘাত পেতে পারেন।

বৃষ রাশিঃ দীর্ঘদিন ধরে আটকে থাকা টাকা আজ পেয়ে যেতে পারেন। পুরোনো বন্ধুর থেকে উপকার পেতে পারেন। পরিবারের কোনও সদস্যের অসুস্থতা আপনার উদ্বেগ বাড়াতে পারে।

মিথুন রাশিঃ চোখের সমস্যায় কষ্ট পাবেন মিথুন রাশির জাতকরা। বিনা কারণে আজ দোষের ভাগী হতে হবে। সন্তানের কারণে অর্থ ব্যয় হতে পারে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফল হতে পারেন। ভ্রমণের কারণে সঞ্চিত অর্থ ব্যয় হবে।

কর্কট রাশিঃ কর্কট রাশির জাতকরা কোনও প্রভাবশালী ব্যক্তি সাহায্য পেতে পারেন। উচ্চ রক্তচাপের সমস্যায় কষ্ট পাওয়ার যোগ রয়েছে। জনসেবামূলক কাজে অর্থ ব্যয় হবে। কোন আর্থিক লগ্নির আগে বিবেচনা করুন।

সিংহ রাশিঃ কর্মপ্রার্থীরা আজ নতুন কাজ পেতে পারেন। আইনি গোলযোগ এড়িয়ে চলুন সিংহ রাশির জাতকরা। উচ্চশিক্ষায় বাধার মুখে পড়তে পারেন। যৌথ ও অংশীদারী ব্যবসায় জটিলতা বাড়বে। গলার সমস্যায় কষ্ট পেতে পারেন। আজ ঝুঁকিবহুল কাজ থেকে দূরে থাকুন।

কন্যা রাশিঃ পারিবারিক সমস্যার স্থায়ী সমাধান পাবেন কন্যা রাশির জাতকরা। ক্রনিক রোগের সমস্যা বাড়তে পারে। দীর্ঘমেয়াদী প্রকল্পে বিনিয়োগ না করাই ভালো।

তুলা রাশিঃ শত্রুবৃদ্ধি হলেও ক্ষতির সম্ভাবনা নেই। ঋণ দেওয়া ও ঋণ নেওয়া থেকে বিরত থাকুন। আজ পরিবারের গুরুজনের থেকে আর্থিক সাহায্য পেতে পারেন। অপ্রয়োজনীয় খরচ হতে পারে।

বৃশ্চিক রাশিঃ নতুন উদ্যোগে ব্যবসা শুরু করতে পারেন তুলা রাশির জাতকরা। ঋণ দেওয়া ও ঋণ নেওয়া থেকে বিরত থাকুন আজ। আজ পরিবারের গুরুজনের থেকে আর্থিক সাহায্য পেতে পারেন। অপ্রয়োজনীয় খরচ হতে পারে।

ধনু রাশিঃ সামান্যতম কারণে মানসিক অবসাদ আসার সম্ভাবনা রয়েছে। আগুন থেকে সাবধান থাকুন। কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব আপনার কাঁধে আসতে পারে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ আজ সম্পন্ন হতে পারে। ঋণ সংক্রান্ত জটিলতা এড়িয়ে চলুন। সন্তানের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ বাড়বে।

মকর রাশিঃ নতুন কোনও কাজের প্রস্তাব আজ পেতে পারেন। জীবন সঙ্গীর সঙ্গে মতবিরোধ হতে পারে। জলবাহিত রোগের সংক্রমণ বাড়তে পারে। আচমকা অর্থ লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে।

কুম্ভ রাশিঃ গুরুজনের সঙ্গে মতবিরোধ হওয়ার সম্ভাবনা রয়েছে। বিষাক্ত জন্তু থেকে সাবধান থাকুন। জনহিতকর কাজে আজ অর্থ ব্যয় হতে পারে।

মীন রাশিঃ উত্তরাধিকার সংক্রান্ত সম্পত্তির ভাগ নিয়ে শরিকি ঝামেলা বাড়তে পারে। ভুল চিকিৎসা হওয়ার আশঙ্কা রয়েছে। বিজ্ঞান, দর্শন ও কম্পিউটার নিয়ে পাঠরতদের সাফল্য লাভের সম্ভাবনা রয়েছে। হিতৈষী ব্যক্তির সাহায্য পেতে পারেন। পরিবারের নতুন অতিথি আসতে পারে।

Related Articles