অফবিট

নতুন স্কুটার সার্ভিসিং করাতে ৯০০০০! শুনেই হাতুড়ির বাড়ি! দেখুন ভিডিও

viral video shoes customer smashing ola electric scooter after servicing bill of 90000 handed to him

Truth Of Bengal: একমাসও হয়নি। তার মধ্যেই খারাপ হয়ে গেল নতুন কেনা স্কুটার। সার্ভিস সেন্টারে নিয়ে যেতেই মাথায় হাত। সারাতে লাগবে ৯০,০০০ টাকা! শুনেই রেগে লাল যুবক। এরপরেই স্কুটার মাটিতে ফেলে হাতুড়ির বাড়ি মারতে থাকেন। আর সেই ভিডিও এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

ভিডিওটিতে দেখা যাচ্ছে, ওলা শোরুমের সামনে স্কুটার ফেলে হাতুড়ির বাড়ি মেরেই চলেছেন ওই যুবক। শুধু ওই যুবক নন। আরও দু-তিনজন স্কুটারে হাতুড়ির বাড়ি মারতে থাকেন। ভিডিওটির ক্যাপশনে লেখা, ‘৯০,০০০-এর বিল করেছে শোরুম। রেগে গিয়ে স্কুটি ভেঙে ফেললেন গ্রাহক’। হু হু করে বাড়ছে ভিউয়ারের সংখ্যা।

কমেন্ট সেকশনে গেলে দেখা যায়, অনেকেই ওলা ইলেকট্রিকের মালিক ভবেশ আগরওয়ালকে কাঠগড়ায় তুলেছেন। একজন লিখছেন, ‘কাস্টোমারদের সমস্যার সমাধান না করতে পারলে, ব্যবসা কখনও সফল হবে না’। আরেকজন লিখছেন, ‘সাধারণত, মধ্যবিত্ত এবম নিম্ন-মধ্যবিত্ত মানুষ দু-চাকা কেনেন। এটাই তাঁদের ভরসা। এই ঘটনা সত্যিই দুঃখজনক’।

তবে, এই প্রথম নয়। এর আগেও ওলা স্কুটার নিয়ে একাধিক অভিযোগ সামনে এসেছে। গত সেপ্টেম্বরে কর্ণাটকের এক ওলা ইলেকট্রিক শোরুমে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয় এক যুবককে। জানা যায়, কেনার ক’দিনের মধ্যেই খারাপ হয়ে যায় স্কুটার। রাগে এমন ঘটনা ঘটিয়েছিলেন মহম্মদ নাদিম নামে ওই যুবক।

Related Articles