চলন্ত টেম্পোয় ঢুকে চোরকে ধরল বর! যেন অ্যাকশন মুভি! অবাক নেটিজেনরা
up groom chases thief gets into tempo video viral

Truth Of Bengal: সেজেগুজে তৈরি বর। এবার বেরোবেন বিয়ে করতে। বরযাত্রীতে হৈ হুল্লোরও চলছে জোরকদমে। তার মাঝেই ঘটে গেল বিপত্তি! বরের গলায় নোটের মালা থেকে একটা ৫০০ টাকার নোট নিয়ে পালাল এক চোর। টাকা নিয়েই দে দৌড়! তারপরেই টেম্পোতে করে চম্পট দেয় ওই চোর। চোরকে ধরতে পিছনে পিছন দৌড়লেন বরও। উত্তরপ্রদেশের মিরাটের সেই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
#मेरठ में दुल्हा घुड़चढ़ी पर था. उसकी नोटों की माला से एक चोर नोट खींचकर भागा
शादी की रस्में छोड़कर दुल्हा चोर के पीछे भागा. चोर ने लोडर स्टार्ट किया और निकलने लगा. दौड़ते लोडर में खिड़की से दूल्हे ने एंट्री मारी तो चोर लोडर छोड़ भागने लगा
दूल्हे ने चोर पकड़ा और जमकर धुनाई की pic.twitter.com/7liYToncMP
— Narendra Pratap (@hindipatrakar) November 24, 2024
চোর টেম্পোয়, বর বাইকে। এরপর বাইক থেকে চলন্ত টেম্পোয় এক লাফ! জানলা দিয়ে ঢুকেই মারলেন ব্রেক। তারপর চোরকে ধরে বেধড়ক মার! বলিউডের অ্যাকশন সিনকেও হার মানাবে এই ঘটনা! শুধু বর নয়, তাঁর পরিবার সদস্যারাও চড়াও হয় চোরের ওপর।
এই ভিডিও পোস্ট হতেই ঝড়ের গতিতে বাড়ছে ভিউয়ারের সংখ্যা। ভিডিওটি ঘিরে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে সমাজমাধ্যমে। পোস্টটির কমেন্ট সেকশনে কেউ বলছেন, ‘ওই ব্যক্তির হবু স্ত্রী ওঁর জন্য গর্ব বোধ করবেন’। কেউ আবার বলছেন, ‘চোর যদি চুরি করে থাকে, তাকে পুলিশের কাছে নিয়ে যান। নিজের হাতে কেন আইন তুলে নিচ্ছেন?’