এই পদ্ধতিতে বাড়িতেই মিলবে ঝকঝকে ত্বক! জানুন বিস্তারিত
This method will give you glowing skin at home! Learn more

Truth Of Bengal: বিয়ে বাড়ি, পার্টি কিংবা ছোটখাটো অনুষ্ঠানে যাওয়ার আগে অনেকেই পার্লারে যান ঝকঝকে তকতকে উজ্জ্বল ত্বক পেতে। অনেক নামি-দামি সংস্থার রাসায়নিক মিশ্রিত বিউটি পণ্য ব্যবহার করে গোল্ড ফেশিয়ালও করান। কিন্তু এসব ক্ষতিকর রাসায়নিক থেকে ত্বকের ক্ষতি হতে পারে। আবার সকলের পক্ষে সব সময় পার্লার বা সালোঁতে যাওয়া সম্ভব হয় না। তাই বাড়িতেই ঘরোয়া উপাদানের সাহায্যে করতে পারেন গোল্ড ফেশিয়াল।
কীভাবে বাড়িতে করবেন গোল্ড ফেশিয়াল
১) গোল্ড ফেশিয়াল করার আগে মুখ ভালো করে পরিষ্কার করা জরুরি। আধ চা চামচ বেসন গুঁড়ো, এক চা চামচ দুধ মিশিয়ে ভালো করে পেস্ট তৈরি করে নিয়ে মুখে লাগান। কিছু সময় রেখে ঈষদুষ্ণ গরম জলে মুখ ভালো করে ধুয়ে নিন।
২) ত্বকের এক্সফোলিয়েশন বা মরা কোষ, ধুলোবালি, ময়লা দূর করতে আধ চা চামচ বেসন গুঁড়ো, আধ চা চামচ চালের গুঁড়ো, টমেটোর রস মিশিয়ে ভালো করে পেস্ট তৈরি করে মুখে লাগান। রুক্ষ ও শুষ্ক ত্বক হলে আধ চা চামচ টক দই মিশিয়ে নিন। পেস্ট মুখে লাগান। কিছুক্ষণ রেখে ঠান্ডা জলে মুখ ভালো করে ধুয়ে নিন।
৩) এরপর মুখে লাগান ফেসপ্যাক। এক চা চামচ বেসন গুঁড়ো, এক চা চামচ টক দই, আধ চা চামচ হলুদ গুঁড়ো, আধ চা চামচ চন্দন গুঁড়ো ও এক চা চামচ মুলতানি মাটি মিশিয়ে ভালো করে পেস্ট তৈরি করে মুখে লাগান। কিছু সময় রেখে ঈষদুষ্ণ গরম জলে মুখ ভালো করে ধুয়ে নিন।
৪) চতুর্থ তথা শেষ ধাপ হল ত্বকের ময়েশ্চারাইজিং। ভালো কোনো ময়েশ্চারাইজার বা অ্যালোভেরা জেল মুখে লাগান। হালকা করে ম্যাসাজ করুন মুখ।