অফবিট

ট্রেনের শৌচাগারের জলে ধোয়া হচ্ছে চায়ের পাত্র! ভাইরাল ভিডিয়োয় ছিছিক্কার নেটপাড়ায়

Tea pots being washed in train toilet water! Viral video shows netpara in Chichikka

Truth of Bengal: কোথাও সফরে যাওয়ার জন্য বেশিরভাগ ক্ষেত্রে আমরা প্রাধান্য দিয়ে থাকি ট্রেন সফরকে। আর এই সফরে ট্রেনে হকারি করতে আসেন অনেকে। নানা খাবারের সঙ্গে যা অত্যন্ত প্রয়োজনীয়, তা হল চা। কারণ চা ছাড়া খুব কম মানুষই সারাটা দিন কাটিয়ে দিতে পারেন। কিন্তু, আপনি যদি দেখেন, যেই পাত্র থেকে চা দেওয়া হচ্ছে সেই পাত্র ধোয়া হচ্ছে শৌচাগারের জেট স্প্রে দিয়ে। শুনেই গা টা ঘিনঘিন করে উঠলো তাই না। এমনই এক ভিডিয়ো সম্প্রতি ঘুরে বেড়াচ্ছে সমাজমাধ্যমে। যা দেখে তীব্র সমালোচনা করেছেন নেটিজেনরা।

এক ইনস্টাগ্রাম ব্যবহারকারী পোস্ট করা একটি ভিডিয়োতে দেখা যায়, একজন ব্যক্তিকে ট্রেনের টয়লেটের ভেতরে জেট স্প্রে দিয়ে একটি চায়ের পাত্র ধুতে দেখা গেছে। ক্লিপের ক্যাপশনে লেখা ছিল, “ট্রেন চা।” সোশ্যাল মিডিয়ায় ঝড়ের বেগে ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যা এখনও পর্যন্ত ৮ কোটিরও বেশি বার দেখা হয়েছে।

 

View this post on Instagram

 

A post shared by Ayub (@yt_ayubvlogger23)

একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, “এটা কি রসিকতা?”একটি মন্তব্যে লেখা রয়েছে, “মানুষের ঈশ্বরকে ভয় করা উচিত।” আরেকজন ব্যবহারকারী বলেন, “আমি বলতে চাইছি, আপনি একজন বিক্রেতাকে বিশ্বাস করে তার চা পান করতে পারবেন না।” ভিডিয়োতে থাকা লোকটির সমালোচনা করে, অনেক দর্শক গণপরিবহনে স্বাস্থ্যবিধি অনুশীলন সম্পর্কিত উদ্বেগগুলি তুলে ধরেন।

Related Articles