আজব দেশ! ১৩ মাসে হয় বছর, অন্যদের তুলনায় পিছিয়ে ৭বছর, জেনে নিন বিস্তারিত
Strange country! 13 months is a year, 7 years behind others, know the details

Truth Of Bengal: আপনি কি জানেন বিশ্বে এমনও দেশ আছে যেখানে ১২ নয় ১৩ টি মাস ? নিশ্চই অবাক হচ্ছেন। চলুন এই বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক।
“নানা ভাষা , নানা মত, নানা পরিধান/ বিবিধের মাঝে দেখো মিলন মহান ” অতুলপ্রসাদ সেনের লেখা এই লাইনগুলি প্রত্যেকেরই ঠোটস্থ। বৈচিত্র্যের এই বিশ্বে সংস্কৃতি থেকে শুরু করে পোশাক, ভাষা সবকিছুরই পার্থক্য। কিন্তু সাধারনত ক্যালেন্ডারের দিক থেকে তেমন কোনো পার্থক্য লক্ষ্য করা যায় যায় না। তবে জানলে অবাক হবেন, বিশ্বে এমন একটি দেশ আছে যার এক বছরে ১২ নয় ১৩ টি মাস। যার জেরে বিশ্বের অন্যান্য দেশের তুলনায় প্রায় ৭ বছর পিছিয়ে রয়েছে এই দেশ। পূর্ব আফ্রিকার ইথিওপিয়াতে একমাত্র এই ক্যালেন্ডার মেনে চলা হয়।
সম্প্রতি এই সংক্রান্ত একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। সেই ভিডিওতে বলা হয়েছে, ইথিওপিয়ার নিজস্ব ক্যালেন্ডার রয়েছে। যেখানে মোট ১৩ টি মাস। একমাসে মাত্র ৫ দিন থাকে এবং লিপিয়ারে থাকে ৬ দিন। জানা যায়, পূর্ব আফ্রিকার এই দেশটি এখনও প্রাচীন বর্ষপঞ্জী অনুসরণ করে। যার জেরে, বিশ্বের বাকি দেশগুলির তুলনায় ৭ বছর পিছিয়ে আছে।
উল্লেখ্য, খ্রিস্টীয় ৫২৫ অব্দে এই বর্ষপঞ্জী তৈরি করেছিল রোমানরা৷ সেই বর্ষপঞ্জী এখনও মেনে চলছে আফ্রিকার এই দেশ ইথিওপিয়া৷ জানা যায়, এটি একমাত্র আফ্রিকান দেশ, যাকে কোনওদিন গ্রেট ব্রিটেন অধিকার করতে পারেনি৷ শুধুমাত্র ৬ বছরের জন্য ইতালি জয় করেছিল এই দেশকে৷