অফবিট

১০ মিনিটেই মিলবে সিমকার্ডের ডেলিভারি! নয়া পরিষেবা Blinkit –এর

SIM card delivery in 10 minutes! Blinkit's new service

Truth Of Bengal: অনলাইন শপিংয়ের আকর্ষণ আরও বাড়িয়ে তুলেছে কুইক কমার্স প্ল্যাটফর্মগুলি। অর্ডার দেওয়ার পরবর্তী কয়েক মিনিটের মধ্যে ঘরের দোড়গোড়ায় এসে যাচ্ছে পণ্য। আইসক্রিম, সেন্ট থেকে শুরু করে মোবাইল ফোন, সবকিছুই কিনতে পাওয়া যাচ্ছে এই কুইক কমার্স প্ল্যাটফর্মগুলিতে। এবার থেকে শুধুমাত্র খাদ্যপণ্য কিংবা স্মার্টফোন নয়, দেশের জনপ্রিয় কুইক কমার্স প্ল্যাটফর্ম Blinkit –এ কিনতে পাওয়া যাবে সিমকার্ডও।

Bharti Airtel গ্রাহকদের কাছে দ্রুত এটির সিম কার্ড পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে দেশের জনপ্রিয় কুইক কমার্স প্ল্যাটফর্ম Blinkit –এর সঙ্গে হাত মিলিয়েছে। এই দুটি সংস্থা একত্রিতভাবে ১০ মিনিটের মধ্যে গ্রাহকদের ঘরের দোড়গোড়ায় নতুন সিমকার্ড পৌঁছে দেবে। ফলে, খুব সহজেই এবার থেকে কুইক কমার্স প্ল্যাটফর্মের মাধ্যমে সিমকার্ডও কিনতে পারবেন গ্রাহকরা।

ভারতের প্রথম টেলিকমিউনিকেশন সংস্থা হিসাবে কুইক কমার্স প্ল্যাটফর্মে সিমকার্ড কেনার সুবিধা দিতে চলেছে ভারতী এয়ারটেল। বর্তমানে কলকাতা, দিল্লি, গুরুগ্রাম, ফরিদাবাদ, সোনিপত, আহমেদাবাদ, সুরাত, চেন্নাই, ভোপাল, ইন্দোর, বেঙ্গালুরু, মুম্বই, পুনে, লখনউ, জয়পুর ও হায়দরাবাদের মতো ১৬টি শহরে এই পরিষেবা পাওয়া যাবে। আগামী দিনে পরিষেবাটিকে আরও প্রসারিত করা হবে।

Related Articles