নেওড়া ভ্যালি জাতীয় উদ্যানে খোঁজ মিলল বিরল প্রজাতির নেউলের
Siberian Weasel found in Neora Velly

The Truth of Bengal, Mou Basu: উত্তরবঙ্গের নেওড়া ভ্যালি জাতীয় উদ্যানে খোঁজ মিলেছে বিরল প্রজাতির নেউলের। জঙ্গলে পেতে রাখা লুকোনো ক্যামেরায় ধরা পড়েছে Siberian Weasel নামে ওই বিরল প্রজাতির নেউলের। উত্তরবঙ্গের জঙ্গলে প্রথমবার এমন বিরল প্রজাতির নেউলের সন্ধান মিলল, তাও আবার জঙ্গলে পাতা লুকোনো ক্যামেরায়। পদ্মজা নাইডু হিমালয়ান জ্যুলজিক্যাল পার্কের তরফে নেওড়া ভ্যালি জাতীয় উদ্যানে সমীক্ষা চালানোর সময় লুকোনো ক্যামেরায় ধরা পড়ে বিরল প্রজাতির নেউলের অস্তিত্ব। ২০২২ সালের ১৮ এপ্রিল ও ২৭ এপ্রিল পর্যন্ত জঙ্গলে পাতা লুকোনো ক্যামেরায় ধরা পড়ে Siberian Weasel নামে ওই বিরল প্রজাতির নেউল। গবেষণা প্রকাশিত হয়েছে IUCN Journal of Small Conservation Carnivore নামক জার্নালে। Siberian Weasel ছাড়াও মাঝারি আকারের নেউলকে কোলোনক বা kolonok বলেও ডাকা হয়। এই বিরল প্রজাতির নেউলের বৈজ্ঞানিক নাম Mustela sibirica।
রাজ্য বন দফতর সূত্রে খবর, ২০২২ সালে নেওড়া ভ্যালি জাতীয় উদ্যানে হিমালয়ান রেড প্যান্ডার ওপর সমীক্ষার কাজ চলছিল। সে জন্য নেওড়া ভ্যালির জঙ্গলে লুকোনো ক্যামেরা লাগানো হয়েছিল। ক্যামেরায় এপ্রিলের ২ দিন দেখা গেছে বিরল প্রজাতির নেউল। ল্যাজের দৈর্ঘ্য, কালো নাক ও ল্যাজের গোড়ায় কালো রঙের অংশ দেখে প্রথমে এটিকে Stoat Mustela erminea নামে আরেক প্রজাতির নেউল বলে ভুল করে চিহ্নিত করা হয়েছিল। পরে নানান রকম পরীক্ষা করে জানানো হয় এটি বিরল প্রজাতির নেউল। নিঃসন্দেহে এই আবিষ্কার নেওড়া ভ্যালি জাতীয় উদ্যানের সাফল্যের মুকুটে নয়া পালক যোগ করল।
খোলা জায়গায় খুব কমই দেখা যায় Siberian Weasel-কে। ঘন জঙ্গলে বাস এই বিরল প্রজাতির নেউলের। সাধারণত, ইঁদুর প্রিয় খাবার। এছাড়াও, সাপ, অমেরুদণ্ডী প্রাণী ও কখনো সখনো ফলও খায়। ঝোপঝাড় ও গাছের গুঁড়ির খাঁজে বাসা বাঁধে এই প্রজাতির নেউল। পাখির পালক আর ইঁদুরের রোম ব্যবহার করে বাসা বাঁধতে। ভারত ছাড়াও রাশিয়া, চিন, মঙ্গোলিয়া, কোরিয়া, পাকিস্তান, নেপাল, ভুটান, তাইওয়ান ও মায়ানমারের জঙ্গলে দেখা যায় Siberian Weasel। ভারতের কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তর প্রদেশ আর সিকিমের জঙ্গলে দেখা যায় এই বিরল প্রজাতির নেউল। শুধু নেওড়া ভ্যালিই নয় আসলে জীব বৈচিত্র্যে ভরপুর উত্তরবঙ্গের বিভিন্ন জঙ্গল। কয়েক দিন আগেই উত্তরবঙ্গের বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে দেখা মিলেছিল বিশ্বের সবচেয়ে বড়ো কাঠবিড়ালির। কাঠবিড়ালির ছবি এক্স হ্যান্ডেলে পোস্ট করেন ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস অফিসার পারভীন কাসওয়ান। বক্সার জঙ্গলে দেখা গেছে যে কাঠবিড়ালি তাকে বিশ্বের সবচেয়ে বড়ো কাঠবিড়ালি বলে দাবি করেন ওই আইএফএস অফিসার।