অফবিট

আইপিএলের সম্প্রচার টিমে এবার রোবট কুকুর

Robot dog joins IPL broadcast team

Truth Of Bengal: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএলের জ্বরে কাবু আপামর ক্রিকেট বিশ্ব। চলছে আইপিএল টুর্নামেন্ট। একেকটা ম্যাচে পছন্দের দলের হার-জিত দেখতে দেখতে অ্যাড্রেনালিন হরমোনের নিঃসরণ হচ্ছে ভালোমতোই। এরইমধ্যে আইপিএলের ব্রডকাস্টিং টিমে যোগ দিয়েছে নতুন এক চারপেয়ী সদস্য। ব্রডকাস্টিং টিম আইপিএল টুর্নামেন্টের সম্প্রচারের দায়িত্বে রয়েছে।

সেই ব্রডকাস্টিং টিমে এবার একটি অত্যাধুনিক প্রযুক্তির রোবট কুকুর যোগ দিয়েছে। আইপিএলের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে বিশেষ ভিডিও বার্তার মাধ্যমে চারপেয়ী রোবট কুকুরের কথা ঘোষণা করা হয়। নিউজিল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার ও টিভি কমেন্টেটর ড্যানি মরিসন তাঁর স্বভাবসিদ্ধ সুরসিক ভঙ্গিতে রোবট কুকুরের সঙ্গে সকলের পরিচয় করিয়ে দেন।
ভিডিওতে ড্যানি মরিসন দর্শকদের ওপরই রোবট কুকুরের নামকরণের গুরু দায়িত্ব ছেড়ে দিয়েছেন।

রোবট কুকুরের মধ্যে রয়েছে নজরদারি ও সম্প্রচারের জন্য অত্যাধুনিক প্রযুক্তির ক্যামেরা। ড্যানি মরিসনের নির্দেশ অনুযায়ী ভয়েজ কমান্ড শুনে কাজ করে দেখায় রোবট কুকুর। সবচেয়ে আশ্চর্য হল রোবট কুকুরের সঙ্গে দৌড়তে দেখা যায় ড্যানি মরিসনকে।

রোবট কুকুর অনায়াসে জিতে যায়। দৌড়োতে গিয়ে নিউজিল্যান্ডের প্রাক্তন ক্রিকেটারের দশা হয় একেবারে ল্যাজেগোবরে। আইপিএলের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করা ভিডিওতে রোবট কুকুরের কারিকুরি দেখে অভিভূত হয়ে পড়তে দেখা যায় হার্দিক পাণ্ড্য, রিকি টোপলে ও অক্ষর প্যাটেলকে।

Related Articles