অফবিট

বর্ষায় নোংরা জল থেকে শখের জুতো বাঁচানোর নিনজা টেকনিক, দেখুন ভাইরাল ভিডিয়ো

Ninja technique to save hobby shoes from dirty water in monsoon, watch viral video

The Truth Of Bengal : 

জুগাড়ু প্রতিভা

আমাদের দেশের জুগাড়ু দিয়ে জিনিস বানানোর কোন জবাবই হয় না। তারা যে শুধুমাত্র জুগাড়ু দিয়ে জিনিস বানিয়ে ক্ষান্ত হয় তা নয় এছাড়াও বিভিন্ন ব্যয়বহুল জিনিসগুলোকে একেবারে সস্তা বিকল্প তৈরি করতে পারে। তবে এবার চীনের এক জুগাড়ু যুবকের এমন এক প্রতিভা প্রকাশ্যে এসেছে যার ভিডিও রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ভিডিওতে দেখা যাচ্ছে, বর্ষাকালে নোংরা জলের থেকে জুতোর ভিজে যাওয়াকে বাঁচাতে একটি নিনজা টেকনিক ব্যবহার করছেন।

বর্ষাকালে অত্যন্ত বিরক্তিকর একটি পরিস্থিতি হল পা কাদায় প্যাচপ্যাচ করা। এমন কোন মানুষ নেই যেদিন বর্ষাকালের এই দিকটিকে পছন্দ করেন। তবে বর্ষাকালের নোংরা জল যাতে পায়ে না লাগে তার জন্য মানুষ নানান ধরনের বুদ্ধি প্রয়োগ করে। কিন্তু বর্ষাকালে জুতো ভেজা থেকে বাঁচানোর যে এরকম একটা নিনজা টেকনিক থাকতে পারে তা কেইবা জানতো?

কী সেই নিনজা টেকনিক?

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে একজন ব্যক্তি তার গাড়ি থেকে বাইরে বেরিয়ে আসতে চান। কিন্তু তার একমাত্র সমস্যা তার পায়ের জুতো ভিজে যাবে। আসলে তার গাড়িটি এমন জায়গায় পাঠ করা আছে যার চারিদিকে শুধু জল ই জল। এমতাবস্থায় দ্রুতকে বাঁচাতে ওই ব্যক্তি প্রথমে তার দুই হাত নামিয়ে তারপর বাড়ির দরজা বন্ধ করে দুই পা বাতাসে আন্দোলন করেন। এইভাবে শুধুমাত্র দুটো হাতের উপরে ভর করে জল ভর্তি রাস্তা পারাপার করেন তিনি। সামান্য কোথাও শুকনো দেখলেই তিনি উঠে দাঁড়িয়ে আবার হাঁটছেন স্বাভাবিকভাবে।

ভিডিওটি @gunsnrosesgirl3 নামে একটি অ্যাকাউন্টের মাধ্যমে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স হ্যান্ডেলে শেয়ার করা হয়েছে। এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই কমেন্ট সেকশন ভরে গিয়েছে। কেউ লিখেছেন, ” বেচারা নিশ্চয়ই নতুন কিনেছে”! আবার অপরজন কমেন্টে লিখেছেন, ” তার অবশ্যই কোনো শুকনো জায়গায় গাড়ি পার্ক করা উচিত ছিল।”

Related Articles