অফবিট
ঘুড়ি ওড়াচ্ছে বানর! তাজ্জব কান্ডে হইচই নেটপাড়ায়
Monkey flying a kite! The amazing incident has the internet buzzing

Truth Of Bengal: বেনারসে বানরের কীর্তিকলাপ দেখে চোখ কপালে নেটিজেনদের। মানুষের মতোই ঘুড়ি ওড়াচ্ছে বানর। সেই দৃশ্য দেখে ক্যামেরাবন্দি করার লোভ সামলাতে পারেনি স্থানীয়রা। ভিডিয়োটি সমাজমাধ্যমে ইতিমধ্যেই ভাইরাল।
ভিডিয়োটিতে দেখা যায়, একটি বাড়ির ছাদে বসে রয়েছে বানর। দক্ষতার সাথে ঘুড়ি ওড়াচ্ছে বানরটি। এক নেটিজেন এই ভিডিয়ো শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। ক্যাপশনে লেখা, ” এটা বেনারস, এখানে যে কোনও কিছু হতে পারে।”
View this post on Instagram
বানরের এই প্রতিভা দেখে অবাক হয়ে যায় স্থানীয়রা। তাদের উল্লাস করতে শোনা যায়। ভিডিয়োর ক্যাপশন দেখে ধারণা করা যাচ্ছে বারাণসীতে এই দৃশ্য দেখা গিয়েছে। হাজার হাজার ভিউ কুড়িয়েছে এই ভিডিয়ো। ভিডিয়োর কমেন্ট বক্সে নানারকম মন্তব্য দেখা দিয়েছে। কেউ লিখেছেন, “ভুলে যাবেন না বানর মানুষের পূর্বপুরুষ।” অন্য একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, “জয় শ্রী রাম।”