রাশি অনুযায়ী রঙ মাখুন, আপনার দোল হয়ে উঠবে শুভ
Look at the color according to your zodiac sign, your hair will become auspicious

Truth Of Bengal: যথাযথ প্রয়োগে রঙের দ্বারাই আমাদের জীবন অনন্য সাধারণ হয়ে উঠতে পারে। রঙের প্রভাব আমাদের শরীর ও মনকে ভীষণ ভাবে নাড়া দেয়। আমাদের জীবনের প্রতিটি অনুষঙ্গেই রঙের প্রভাব লক্ষ্য করা যায়।
রাশি অনুযায়ী রঙের উৎসবে কে কোন রঙ ব্যবহার করবেন
মেষ ও বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গল। তাই দোলে এই ২ রাশির মানুষ কালচে মেরুন বা লাল রঙ ব্যবহার করুন। মনে শান্তি পাবেন, বিপদ-আপদ কম হবে। কোনো অঘটন ঘটবে না।
বৃষ ও তুলা রাশির অধিপতি শুক্র। তাই এই ২ রাশির মানুষ ব্যবহার করুন গোলাপী বা ক্রিম রঙ। রঙের উৎসব ভালো কাটবে।
মিথুন ও কন্যা রাশির অধিপতি বুধ। তাই মিথুন রাশির মানুষ সবুজ ও কমলা রঙ ব্যবহার করলে ভালো ফল পাবে। প্রেমে বাধা কাটবে। কন্যা রাশির মানুষ সবুজ রঙ ব্যবহার করুন। নতুন প্রেম হবে।
কর্কট রাশির অধিপতি চন্দ্র। সাদা ও কমলা রঙের পোশাক পরলে এই রাশির মানুষদের আনন্দে কাটবে রঙের উৎসব।
সিংহ রাশির অধিপতি সূর্য। পুজোয় এই রাশির জাতক-জাতিকারা সাদা ও লাল রঙের পোশাক পরুন। রোগ-জ্বালা, দুঃখকষ্ট থাকবে না।
ধনু ও মীন রঙের অধিপতি বৃহস্পতি। এই ২ রাশির জাতক-জাতিকারা হলুদ ও ক্রিম রঙ ব্যবহার করলে বিপদ-আপদ হবে না। ঝগড়া অশান্তি হবে না। প্রেম ও দাম্পত্য জীবনে শান্তি থাকবে।
মকর ও কুম্ভ রাশির অধিপতি শনি। আকাশি রঙ ব্যবহার করুন। বাড়িতে সবার সঙ্গে হইহই করে কাটবে। মনে প্রাণে শান্তি আসবে। বাড়িতে কোনো অঘটন ঘটবে না। পরবর্তী দিনগুলোও ভালো যাবে।