আজ শনিবার আপনার দিনটি কেমন যাবে? জেনেনিন বিস্তারিত
How will your day be this Saturday? Find out the details.

Truth Of Bengal: আজ দাম্পত্য মধুর হবে কর্কট ও সিংহ রাশির জাতকদের জন্য। কোন কোন রাশির জাতকদের জন্য আজকের দিনটা হবে খুবই আনন্দদায়ক। আবার কোন কোন রাশির জাতকদের আজকের দিনটি যাবে চড়াই উতরায়ের মধ্যে দিয়ে। আপনার আজকের দিনটি কেমন যাবে তা বিস্তারিত জেনেনিন।
মেষ রাশিঃ আজকে স্ত্রীর স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বাড়বে। পেশাগত উন্নতির জন্য নতুন প্রযুক্তির প্রশিক্ষণ নিতে হবে। মেষ রাশির ব্যবসায়ীরা বাণিজ্যিক ক্ষেত্রে সাফল্য পাবেন।
বৃষ রাশিঃ আজ যশ ও খ্যাতি বাড়বে বৃষ রাশির জাতকদের। বাজে, অবাস্তব চিন্তা মাথায় ভিড় করতে পারে। মাথা ঠাণ্ডা রেখে কাজ করুন।প্রশাসনিক ক্ষেত্রে কর্মরত ব্যক্তিরা নতুন সুযোগ পেতে পারেন। আজ কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে আপনার ভালো সম্পর্ক থাকবে।
মিথুন রাশিঃ ভ্রমণ সংক্রান্ত খরচ বাড়বে মিথুন রাশির জাতকদের। সেই কারণে আজ অর্থকষ্ট হতে পারে। আজ আপনার কর্মক্ষমতা কিছুটা হ্রাস পাবে। নিকট বন্ধুর থেকে ক্ষতির সম্ভাবনা রয়েছে। বৈদেশিক বাণিজ্যে শুভ ফল পাবেন। আত্মীয়তার বন্ধন সুদৃঢ় হবে।
কর্কট রাশিঃ সবাইকে একত্র করে উজ্জীবিত করার দায়িত্ব আপনার কাঁধে আসবে। ভুল, ভ্রান্তি, অসাবধানতার কারণে বড় ক্ষতি হতে পারে। আজ আপনার দাম্পত্য মধুর হবে, প্রিয়জনের সঙ্গে ভালো সময় কাটাবেন।
সিংহ রাশিঃ আজ সিংহ রাশির জাতকদের আত্মসম্মান বোধ বাড়বে। অতিরিক্ত খরচের কারণে আপনার সঞ্চিত অর্থ ফুরিয়ে যেতে পারে। স্বামী-স্ত্রী একে অন্যের সঙ্গে সুন্দর সময় কাটাবেন। নানা সুখাদ্য খেয়ে রসনাতৃপ্তি হবে।
কন্যা রাশিঃ পেটের সমস্যা হতে পারে কন্যা রাশির জাতকদের।সংগীত ও নৃত্যকলার সঙ্গে যুক্ত ব্যক্তিরা নিজের প্রতিভার বিকাশ ঘটাতে পারবেন। ছোটখাটো ভ্রমণ হতে পারে। গুরুজনের স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে।
তুলা রাশিঃ আজ আপনার নিজের দিকে একটু নজর দেওয়া উচিত। পুরোনো কোনও প্রিয় বন্ধুর সঙ্গে আবার যোগাযোগ গড়ে উঠতে পারে। সঙ্গীর সঙ্গে অন্তরঙ্গ সম্পর্ক ভালো কাটবে। ব্যবসা থেকে ভালো অর্থ উপার্জন হবে।
বৃশ্চিক রাশিঃ বুদ্ধিমত্তা এবং বিচক্ষণতা কাজে লাগিয়ে জটিল সমস্যার সমাধান করবেন। কাজ থেকে বিরতি নিয়ে আজ অন্যদিকে মন দিন। আজ আপনার ব্যবসা ভালো যাবে। চাকরিজীবীদের কর্মস্থানে কিছু গোলযোগ আসতে পারে।
ধনু রাশিঃ আজ পরিশ্রমের সুফল পাবেন ধনু রাশির জাতকরা। সঠিক লক্ষ্যে পৌঁছোতে পারবেন। কাছের বন্ধুর কারণে সমস্যায় পড়তে পারেন। কাউকে আর্থিক সাহায্য না করাই ভালো।
মকর রাশিঃ গুরুত্বপূর্ণ বিষয়ে দেরি না করে উপযুক্ত সিদ্ধান্ত তৎক্ষণাৎ নিন। অগ্নিজাত কোনও জিনিস থেকে বিপাকে পড়তে পারেন। স্বামী-স্ত্রীর মধ্যে মতপার্থক্য দেখা দিতে পারে। প্রতিবেশীর কারণে সমস্যায় পড়তে পারেন।
কুম্ভ রাশিঃ আজ সব কাজে সাবধানে পদক্ষেপ করুন, না হলে প্রতিকূলতা আসতে পারে। বাসস্থান পরিবর্তন করার সম্ভাবনা আছে। আপনার জমি জায়গার ওপর সজাগ দৃষ্টি রাখুন। না হলে অন্য কেউ দখল করে নিতে পারে।
মীন রাশিঃ কিছু অপ্রীতিকর পরিস্থিতির সঙ্গে আজ মানিয়ে নিতে হতে পারে। নিজের মধ্যে কিছু পরিবর্তন লক্ষ্য করবেন। অকারণ টাকা খরচ করবেন না। অর্থ লাভ হতে পারে।