পয়লা বৈশাখের দিন এথনিক সাজে কীভাবে করবেন বাজিমাত
How to dress up on the day of Pahela Baishakh

Truth of Bengal: মৌ বসু: নতুন বঙ্গাব্দের প্রথম দিন নববর্ষের দিন এবছর পড়েছে মঙ্গলবার। অনেকেরই এদিনটা ছুটি থাকে না। অফিসকাছারি আছে আবার অনেকেই এদিনটায় পুজো দিতে মন্দিরে যান। টুকটাক ঘোরাফেরা, খাওয়া দাওয়ার বিষয় থাকে। তাই এবারের নববর্ষের দিন এথনিক সাজেই তাক লাগিয়ে দিন
আসুন দেখে নিই নববর্ষের দিন নিজস্বতা বজায় রেখে কীভাবে এথনিক সাজে করবেন বাজিমাত
নববর্ষের আনন্দ ভরপুর চেটেপুটে নিতে অনেকেই পয়লা বৈশাখের সকালে মন্দিরে পুজো দিতে বেরোন। সেক্ষেত্রে আইভরি, সাদা বা ঘিয়ে, গোলাপি, পেস্তা সবুজ রঙের মতো প্যাস্টেল শেডের কুর্তা, সারারা, চুড়িদার বা প্লাজো সেট পরতে পারেন। কানে শুধু একটু লম্বা ঝোলা অক্সিডাইসড দুল পরুন। গলা ফাঁকা রাখুন। লিপস্টিক আর কাজলের অল্প ছোঁয়ায় সাজ সম্পূর্ণ। শাড়ি পরলে রঙ বাছুন লাল, সাদা বা যে কোনো হালকা প্যাস্টেল রঙের। সুতি, লিনেনের মতো ফেব্রিক বেছে নিন।
পয়লা বৈশাখের সন্ধ্যায় সাজতে পারেন কমলা, লাল, মেরুন, গোলাপি, পেস্তা সবুজ বা সমুদ্র নীল রঙের সোনালি সুতোর বা জরির হালকা কাজ করা আনারকলি সালোয়ার স্যুটে। সঙ্গে নিন সোনালি নেটের দোপাট্টা আর পায়ে থাকুক জুতি। গলায়, কানে মাননসই কুন্দনের গয়না। কাজল ও লিপস্টিকেই সাজ সম্পূর্ণ। সুতি বা লিনেনের পোশাক পরুন।
পয়লা বৈশাখের দিন অফিস থাকলে আজরাখ, বাগরু, ইন্ডিগো প্রিন্টের লং আনারকলি কুর্তা বা কুর্তা, ঢোলা প্লাজো পরতে পারেন। অথবা পরতে পারেন জামদানি বা কাঁথার কাজের পোশাক। এছাড়াও পরতে পারেন সিম্পল হালকা রঙের হালকা প্রিন্টেড কুর্তি-সারারা-দোপাট্টা সেট। কুর্তির গলায় লেসের কাজ ও ফ্রিল দেওয়া থাকুক। হাতে কয়েক গাছি চুরি, ছোট্ট কানের দুলেই সাজ সম্পূর্ণ।
পয়লা বৈশাখের দিন সুতি বা লিনেন ফেব্রিকের শাড়ি পরলে পরুন লম্বা ঝুলের টিউনিক স্টাইল চোলি যা সাজটাকেই অন্য মাত্রা দেবে। কানে থাকুক একটু লম্বা দুল, কপালে ছোটো টিপ। শাড়ি জমকালো হলে ব্লাউজে যেন বেশি কাজ না থাকে তা দেখবেন। ব্লাউজের কাটিংয়ে থাকুক স্নিগ্ধতা অথচ স্মার্ট অভিনবত্ব।