এভারেস্টে শেরপাদের কাছে প্রয়োজনীয় জিনিসপত্র পৌঁছে দেবে ড্রোন
Drones will deliver essential supplies to Sherpas on Everest

Truth Of Bengal: আর কয়েক দিন পর মে মাসের মাঝামাঝি সময় থেকেই শুরু হবে মাউন্ট এভারেস্ট অভিযান। পর্বতারোহণে পর্বতারোহীদের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নেপালী শেরপারা। কিন্তু পাহাড়ে চড়ার সময় শেরপাদের প্রচুর অসুবিধার মুখে পড়তে হয়। এয়ারলিফট নেপালের সিইও রাজ বিক্রম জানান, এভারেস্ট শৃঙ্গের বেস ক্যাম্পের উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে ৫৩৬৪ মিটার আর ক্যাম্প ওয়ানের উচ্চতা ৬০৬৫ মিটার।
বেস ক্যাম্প ও ক্যাম্প ওয়ান থেকে আবর্জনা সরানোর পাশাপাশি অক্সিজেন সিলিন্ডার ও ওষুধপত্র সরবরাহ করার কাজে ব্যবহার করা হবে ড্রোন। এয়ার লিফট নেপাল এরমধ্যেই আবর্জনা পরিষ্কার করার জন্য পরীক্ষামূলক ট্রায়াল শুরু করেছে। ক্যাম্প ওয়ান থেকে বেস ক্যাম্পে ১১০০ পাউন্ড ওজনের আবর্জনা সরানো হয়েছে একটি ড্রোনের সাহায্যে। এত পরিমাণ আবর্জনা সরানোর জন্য ৪০ বার ড্রোন চালানোর প্রয়োজন হয়েছে। একটি ড্রোন একবারে ৬৬ পাউন্ড ওজনের আবর্জনা বহন করতে পারে তবে অপারেটররা ৪৪ পাউন্ড পর্যন্ত সীমা নির্ধারণ করেছে।
এয়ারলিফট নেপালের কাছে ২টি ডিজেআই ড্রোন রয়েছে। একটা এবার ব্যবহার করা হবে, আরেকটা ড্রোন ব্যাকআপ হিসাবে রেখে দেওয়া হবে। ২টি ড্রোন দিয়েছে চিন। একেকটা ড্রোনের দাম ৭০ হাজার মার্কিন ডলার। শেরপারা ডিরেকশন দেবেন। ওয়াকি টকি মারফত কো-অর্ডিনেট পাঠিয়ে দেবেন। সেই জায়গায় শেরপাদের কাছে প্রয়োজনীয় জিনিসপত্র পৌঁছে দেবে ড্রোন।