অফবিট

আরসিবির সৌভাগ্যের জন্য ১০ টাকা দান করুন! কিউআর কোড চ্যালেঞ্জে কত টাকা উঠল জানেন?

Donate Rs 10 to RCB's good luck! Do you know how much money was raised in the QR Code Challenge?

Truth of Bengal: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এখন আর শুধুমাত্র একটা ক্রিকেট টুর্নামেন্ট নয়, এটা হয়ে উঠেছে ভারতের এক বিশাল সাংস্কৃতিক উৎসব। প্রতি বছর, নতুন মরসুম এলেই সমর্থকরা দলকে সমর্থন করতে ঝাঁপিয়ে পড়েন। তার মধ্যে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (আরসিবি) সবসময় আলোচনায় থাকে। বিশাল ফ্যানবেস আর বড় বড় ক্রিকেট তারকা থাকার পরেও, এখনো পর্যন্ত আইপিএল ট্রফি জেতা হয়নি তাদের। এই ব্যর্থতা যেমন তাদের সমর্থকদের জন্য হতাশার, তেমনি হয়ে উঠেছে মজার মিমের বিষয়ও।

এই ভাবনার উপর ভর করেই, কনটেন্ট ক্রিয়েটর সার্থক সচদেব এক মজাদার সামাজিক পরীক্ষা চালান। তিনি নিজের পেমেন্ট অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করা QR কোড ছাপিয়ে তার নিচে লেখেন – “আরসিবির সৌভাগ্যের জন্য ১০ টাকা দান করুন”। এরপর তিনি শহরের বিভিন্ন দেয়াল, খুঁটি ও রাস্তায় সেগুলো লাগাতে শুরু করেন।

 

View this post on Instagram

 

A post shared by Sarthak Sachdeva (@sarthaksachdevva)

ভিডিওর শুরুতে দেখা যায়, চুপচাপভাবে সার্থক QR কোডগুলো লাগাচ্ছেন। শুরুতে মজার মনে হলেও, ধীরে ধীরে লোকজন তা দেখতে শুরু করে, স্ক্যান করে এবং আসলেই টাকা পাঠাতে থাকে – হয়তো আরসিবির প্রতি ভালোবাসা থেকে, নয়তো শুধুই মজার খাতিরে। দিন শেষে, সার্থক ১,২০০ টাকা পেয়ে যান সম্পূর্ণ অপরিচিত মানুষদের থেকে।

এই অদ্ভুত ভিডিও অনলাইনে ব্যাপক জনপ্রিয়তা পায় – এখন পর্যন্ত ৩.৫ মিলিয়ন ভিউ হয়েছে। একজন মন্তব্য করেন, “নয়া বিজনেস আইডিয়া!”

আরেকজন লেখেন, “এর পরেও যদি আরসিবি না জেতে, তাহলে আমি কেঁদে ফেলবো!”

এদিকে, চলতি আইপিএল মরসুমে আরসিবি পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে রয়েছে – ১০টি ম্যাচের মধ্যে ৭টি জয় এসেছে এবং সব কটাই বাইরের মাঠে। এটি তাদের চাপের মধ্যে ভালো খেলার ক্ষমতা প্রমাণ করে। তবে সমস্যাটা ঘরের মাঠেই – এবারের সব হারা ম্যাচ হয়েছে ব্যাঙ্গালোরের এম. চিন্নাস্বামী স্টেডিয়ামে। লিগের শেষ ধাপে পৌঁছে, তাদের সামনে ৪টি ম্যাচ বাকি, যার মধ্যে ৩টি আবার ঘরের মাঠে। তাই ফর্ম ধরে রাখতে হলে, এবার আরসিবিকে ঘরের মাঠের দুর্বলতা কাটিয়ে উঠতেই হবে।

Related Articles