চলন্ত লিফটের দরজা খুলতে গিয়ে বিপদে শিশু! দেখুন ভিডিয়ো
Child in danger while opening moving elevator door! Watch video

Truth Of Bengal: চলন্ত লিফটের ভিতর থেকে দরজা খোলার চেষ্টা করে এক শিশু, তারপরই আতঙ্কে কেঁদে ওঠে ওই শিশু। ২৬ মে এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে গাজিয়াবাদের কৌশাম্বি এলাকার মিডিয়া ম্যাজেস্টিক সোসাইটিতে। আর সেই ঘটনার সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে। তা ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
A minor boy was stuck inside an elevator at a residential society in Ghaziabad’s Kaushambi. He could be seen shouting and crying for help, and was rescued safely after a technician was called. pic.twitter.com/NgyBAbXwf3
— Vani Mehrotra (@vani_mehrotra) May 27, 2025
ফুটেজে দেখা যায়, শিশুটি চলন্ত অবস্থায় লিফটের দরজা জোর করে খোলার চেষ্টা করে, যার ফলে লিফটটি হঠাৎ থেমে যায়। এরপর লিফটের দরজা বন্ধ হয়ে গেলে ভয় পেয়ে শিশুটি কাঁদতে শুরু করে ও সাহায্যের জন্য চিৎকার করে।
খবর পেয়ে দ্রুত এক টেকনিশিয়ান ঘটনাস্থলে পৌঁছন এবং শিশুটিকে নিরাপদে উদ্ধার করেন। সৌভাগ্যবশত, এই ঘটনায় কোনো শারীরিক ক্ষতি হয়নি।
🚨 गाजियाबाद : बच्चे ने चलती लिफ्ट का दरवाजा अंदर से खोला 🚨
👶 बच्चे की शरारत से सोसाइटी की लिफ्ट रुकी
🛠️ काफी मशक्कत के बाद बच्चे को बाहर निकाला गया
📹 CCTV में लिफ्ट में कोई खराबी नहीं दिखी, दरवाजा खोला गया था
📍 कौशांबी थाना क्षेत्र, मीडिया मैजेस्टिक सोसाइटी की घटना… pic.twitter.com/dQSNWcs59S— भारत समाचार | Bharat Samachar (@bstvlive) May 27, 2025
সোসাইটির কর্মকর্তারা জানিয়েছেন, লিফটে কোনো যান্ত্রিক ত্রুটি ছিল না। বরং, শিশুর অসাবধানতাই এই বিপদের কারণ। তারা জানান, ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে, তার জন্য অতিরিক্ত নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এদিকে গাজিয়াবাদেরই আরেকটি হাউজিং সোসাইটি—ট্রাইন টাওয়ারে—মাত্র ১০ ঘণ্টার ব্যবধানে দুটি লিফট বিভ্রাটের ঘটনা ঘটেছে। এ নিয়ে বাসিন্দাদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি উদ্ধার ভিডিওতে দেখা যাচ্ছে, কীভাবে বাসিন্দাদের উদ্ধার করতে হিমশিম খেতে হয়েছে।
নাগরিক মহলে প্রশ্ন উঠছে—সংশ্লিষ্ট সংস্থাগুলির রক্ষণাবেক্ষণ ব্যবস্থা কতটা দায়িত্বশীল এবং নিরাপদ। এই ঘটনাগুলি নতুন করে লিফট নিরাপত্তা ও শিশু সচেতনতা নিয়ে ভাবনার দরজা খুলে দিল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।