
The Truth of Bengal,Mou Basu: নারী মানে এখন আর অর্ধেক আকাশ নয় বরং পূর্ণ আকাশ। নানান ক্ষেত্রে কঠোর পরিশ্রম ও অধ্যবসা দিয়ে জগৎ জয় করছে আজ নারীরা। পুরুষদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে চলেছে নারীরা। ‘আমরা নারী আমরা পারি’ এই আপ্তবাক্য সম্বল করে শুধু নিজের ভাগ্যাকাশই জয় করা নয় আর পাঁচ জনকেও অনুপ্রাণিত করছে আজকের নারী। প্রতি বছর বিভিন্ন ক্ষেত্রের সফল নারীদের কুর্নিশ জানাতে বছরের সবচেয়ে শক্তিশালী নারীদের তালিকা প্রকাশ করে বিশ্বখ্যাত ফোর্বস ম্যাগাজিন।
এবছর ফোর্বস ম্যাগাজিনের সবচেয়ে শক্তিশালী নারীদের তালিকায় এক অভূতপূর্ব ঘটনা ঘটেছে। এই প্রথম বার সেই তালিকায় জায়গা করে নিয়েছে বার্বি ডল। এই প্রথম বার্বি পুতুলের মতো কোনো ফিকশনাল বা গল্পের কাল্পনিক চরিত্র জায়গা করে নিল ফোর্বসের তালিকায়। ফোর্বসের তরফ বলা হয়েছে, ‘বার্বি ডল হল নারী ক্ষমতায়নের প্রতীক। প্রায় ৬৫ বছর ধরে তা মা, মেয়ে, নাতনিদের অনুপ্রেরণা জুগিয়েছে সুদৃশ্য বার্বি ডল।
চারপাশে চলা যুদ্ধ, হানাহানি, পরিবেশ দূষণের মধ্যেও এই বার্বি পুতুল আমাদের মনে আশার আলো জ্বালায়।’ এছাড়াও ফোর্বস সাময়িকীতে আরও বলা হয়েছে, ২০২২ সালে গোটা বিশ্বে বার্বি ডলের বিক্রি বেড়েছে। সোশ্যাল মিডিয়ায় তুমুল জনপ্রিয় গোলাপি রঙের ফ্রক পরা বার্বি পুতুল। ৫০ লাখ ফলোয়ার রয়েছে। আট থেকে আশি, যে কোনো বয়সের মেয়েদের কাছে বার্বি ডল অনুপ্রেরণাদায়ক। তাই সময়ের চাকা গড়ালেও বার্বির আবেদন চিরন্তন।