অফবিট

ঘরের কাজ একা হাতে সামলাচ্ছে অস্ট্রেলিয়ান শেফার্ড ‘প্রমিস’

Australian Shepherd 'Promise' handles household chores single-handedly

Truth Of Bengal : ঘর মোছা, কাপড় কাচা, থালাবাটি ধোয়া, বিছানা গোছানো, ময়লা ফেলা-সহ নিত্যদিন ঘরের কাজগুলি করতে কারওরই ভাল লাগে না। আবার কাজের লোক রাখলেও তাঁকে দিয়ে প্রতিদিন সব কাজ করানো যায় না। মাঝেমধ্যে মনে হয়, এসব কাজ করার জন্য বিকল্প কোনও ব্যবস্থা থাকত, তাহলে কতোই না ভাল হতো। এখন যদি দেখেন, পোষ্য কুকুরই করে দিচ্ছে সব কাজ, তাহলে তো আহ্লাদে আটখানা হয়ে মোবাইল ফোনেই কেটে যেত সময়।

তবে আপনি যতই অবাক হন না কেন, প্রমিস কিন্তু রোজই এসব কাজ করে। প্রমিস, দুই বছর বয়সি একটি অস্ট্রেলিয়ান শেফার্ড। সম্প্রতি কুকুরটির ঘরের ছোটখাটো কাজ থেকে শুরু করে অন্য অনেক কাজ করার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

৮ জানুয়ারি ইনস্টাগ্রামে প্রমিসের একটি ভিডিও পোস্ট করা হয়। ভিডিওতে প্রমিসকে ঘরের সব কাজ করতে দেখা যায়। ভিডিওর শুরুতে দেখা যায়, প্রমিস ঘরের প্রধান দরজায় তার মালিক মেরিকে বিদায় জানাচ্ছে। এরপর দরজা বন্ধ করে সে ঘরের কাজ করা শুরু করে। প্রথমে প্রমিসকে বিছানা গোছাতে দেখা যায়। এরপর বিড়ালছানাদের খাবার দিতে, ময়লা কাপড় গুছিয়ে সেগুলি ওয়াশিং মেশিনে দিতে, এঁটো বাসনপত্র ডিসওয়াশারে দিতে, ময়লা ফেলতে এবং ঘর পরিষ্কার করতে দেখা যায়। এরপর মেরি বাড়িতে ফিরে এলে প্রমিস দরজা খুলে দেয়।

ভিডিওটির শিরোনাম ‘আ ডে ইন দ্য লাইফ অব আ স্টে অ্যাট হোম হাউস ডগ’। এখন পর্যন্ত ৩২ কোটি ৭০ লক্ষের বেশিবার ভিডিওটি দেখা হয়েছে। ভিডিওর ক্যাপশনে মেরি লিখেছেন, ‘মজা করলাম, আমি বাড়িতে বসেই কাজ করি। প্রমিস ও আমি দু’জনে মিলে একসঙ্গে ঘরের কাজ করি এবং বলতে গেলে আমরা প্রায় কখনওই একা একা বাড়ির বাইরে যাই না।’ প্রমিসকে কীভাবে প্রশিক্ষণ দিয়ে ঘরের কাজে এতটা দক্ষ করে তোলা হয়েছে, তা নিয়ে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। অনেকে প্রমিস ও মেরির প্রশংসা করেন। একজন লিখেছেন, ‘আপনি ওকে সিনেমায় নামাতে পারেন। ও দারুণ প্রশিক্ষণ নিয়েছে।’ আরেকজন মজা করে লেখেন, ‘আমি আমার কুকুরকে এটা দেখিয়েছিলাম এবং সে বাইরে চলে গিয়েছে।’

কয়েক বছর ধরে মেরি বাড়িতে বসেই কাজ (ওয়ার্ক ফ্রম হোম) করেন। মেরি নিয়মিত প্রমিস এবং তাঁর অন্যান্য পোষ্য প্রাণীর সঙ্গে নানা ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। মেরির পোস্ট করা প্রতিটি ভিডিও ১০ লক্ষেরও বেশিবার দেখা হয়েছে।

Related Articles