অফবিট

এই রঙের প্লাস্টিক ব্যবহার করছেন নাতো? হতে পারে মারাত্মক বিপদ!

Are you using plastic of this color? It could be a serious danger!

Truth Of Bengal: আমাদের দৈনন্দিন জীবনে প্লাস্টিক যেন এক অদৃশ্য সঙ্গী। বাজারের ব্যাগ থেকে শুরু করে খাবার প্যাকেট করা, রান্নাঘরের অনেক জিনিসেই প্লাস্টিকের ব্যবহার দেখা যায়। তবে এই সহজলভ্য উপকরণটি এখন বড় এক বিপদের কারণ হয়ে উঠছে—বিশেষ করে কালো রঙের প্লাস্টিক।

বিভিন্ন গবেষণায় দেখা গেছে, কালো রঙের প্লাস্টিকের মধ্যে এমন কিছু ক্ষতিকর রাসায়নিক উপাদান থাকে, যা শরীরের জন্য ভীষণ ক্ষতিকর। বিশেষ করে গরম খাবার বা পানীয় এই প্লাস্টিক পাত্রে রাখলে, সেগুলোর সঙ্গে বিষাক্ত উপাদান মিশে শরীরে প্রবেশ করে। এতে ক্যানসারের ঝুঁকি পর্যন্ত তৈরি হতে পারে।

গত বছর আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশন জার্নালে প্রকাশিত এক গবেষণায় বলা হয়েছে, কালো প্লাস্টিকে থাকা ‘পলিব্রমিনেটেড ডাইফিনাইল ইথার’ (PBDE) নামক উপাদান শরীরে জমতে জমতে মারাত্মক রোগ ডেকে আনতে পারে। এটি ক্যানসারের ঝুঁকি তো বাড়ায়ই, সেই সঙ্গে হরমোনের ভারসাম্য নষ্ট করতে পারে।

বাড়ি বা অফিসে অনেকেই প্লাস্টিকের পাত্রে খাবার পরিবেশন করেন, আবার কেউ কেউ বাজার থেকে মাছ-মাংসও আনেন কালো প্লাস্টিক ব্যাগে। তবে এখন সময় এসেছে এই অভ্যাস থেকে বের হয়ে আসার। স্বাস্থ্য এবং পরিবেশের কথা ভেবে কালো প্লাস্টিক ব্যবহার কমানো কিংবা সম্পূর্ণ বন্ধ করাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। সতর্ক থাকুন, সুস্থ থাকুন। ছোট একটি পরিবর্তন আপনার ও আপনার পরিবারের ভবিষ্যৎ রক্ষা করতে পারে।

Related Articles