সময়ের আগে কাজ শেষ করায় ঠিকাদারকে এক কোটি টাকার ঘড়ি উপহার ব্যবসায়ীর
A businessman gifted a watch of one crore to the contractor for completing the work ahead of time

Truth Of Bengal: এ যেন স্বপ্নে পাওয়া। এক কোটি টাকার হাত ঘড়ি উপহার। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও এরকমটাই ঘটেছে এক ঠিকাদারের সাথে। সামর্থ্য একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যেই সীমাবদ্ধ। কোনও রকমে সংসার চলে। যার ১ টাকা রোজগার করতে কালঘাম ছুটে যায়, তার হাতে নাকি এক কোটি টাকার হাতঘড়ি। শুনলে চোখ কপালে ওঠার জো হলেও ঘটনাটা একদম সত্যিই। আসলে ব্যাপারটা হয়েছে কি!
পঞ্জাবের এক ব্যবসায়ী গুরদীপ দেব বাথ, যিনি ৯ একর জমির উপর একটি সুদৃশ্য ভবন বানানোর ভার দিয়েছিলেন রাজেন্দ্র সিংহ রূপরা নামে এক ঠিকাদারকে।সেই সাথে তাকে বেঁধে দিয়েছিলেন সময়ও। কিন্তু সময় শেষ হবার আগেই সেই কাজ সম্পূর্ণ করে পঞ্জাবের ব্যবসায়ীকে চমকে দিয়েছিলেন। এরপর খুশি হয়েছিলেন সেই ব্যবসায়ী। ঠিকাদারের প্রসংসায় পঞ্চমুখ সেই ব্যবসায়ী।
শুধু যে প্রশংসা করেই তিনি থেমে গিয়েছিলেন তা কিন্তু নয়। সে এক অবাক করা ঘটনা। নির্ধারিত সময়ের আগে ঠিকাদার কাজ শেষ করবার জন্য হাতেনাতে পেলেন পুরস্কারও। পঞ্জাবের ব্যবসায়ী উপহার হিসাবে ঠিকাদারকে এক কোটি টাকার হাতঘড়ি দিলেন। যা স্বপ্নেও কল্পনা করতে পারেননি ওই ঠিকাদার। জানা গেছে, দু’বছর ধরে ওই সুদৃশ্য ভবনের কাজ করেছেন ঠিকাদার।
তার জন্য ২০০ শ্রমিককে কাজে নিয়োগ করেছিলেন তিনি। দায়িত্ব পাওয়ার পর থেকেই পুরোদমে কাজ এগিয়ে নিয়ে যান ঠিকাদার রূপরা।সময় পার হওয়ার আগেইদীপাবলির ঠিক আগের মুহুর্তে সেই ভবন নির্মাণের কাজ সেরে ফেলেন। সেইসাথে হতবাক করে দেন ব্যবসায়ীকে।তাঁর বেঁধে দেওয়া সময়ে এই কাজ শেষ করার পুরস্কার হিসেবে ব্যবসায়ী একটি সোনাখচিতকোটি টাকার হাতঘড়ি উপহার দেন ওই ঠিকাদারকে।ব্যবসায়ীর কথায়, ‘এটি আমার কাছে শুধুমাত্র একটি বাড়িই নয়, বরং এটি তার থেকেও আমার কাছে অনেক বেশি কিছু।’ সেই সাথে পঞ্জাবের ওই ব্যবসায়ীর গলায় শোনা গেছে ঠিকাদারের কাজের প্রসংসা।