
Truth of Bengal: মাত্র সাত মাসে ২৫টি বিয়ে! তবে এটি কোনো সিনেমার গল্প নয়, বাস্তবের ঘটনা। ২৩ বছর বয়সী এক তরুণী অনুরাধা পাসওয়ানের বিরুদ্ধে একাধিক রাজ্যে বিয়ের নামে প্রতারণা ও অর্থ লুটের অভিযোগ উঠেছে। অনুরাধাকে সোমবার ভোপাল থেকে গ্রেপ্তার করে রাজস্থানের সওয়াই মাধোপুর পুলিশের একটি দল।
পুলিশ সূত্রে জানা গেছে, অনুরাধা একটি সংঘবদ্ধ প্রতারণা চক্রের সদস্য। এই চক্রটি দেশের ছোট শহরের অসহায় ও একাকী পুরুষদের টার্গেট করত। অনুরাধা ‘আদর্শ বধূ’ সেজে, সবরকম বৈধ কাগজপত্র দেখিয়ে পরিবারকে বিশ্বাস করাতো, বিয়ে করত – আর তারপর কদিনের মধ্যেই নগদ টাকা, সোনা ও ইলেকট্রনিক জিনিসপত্র নিয়ে উধাও হয়ে যেত।
She Married 25 Men To Rob Them. Then Cops Came Up With A Decoy Groom https://t.co/TpzOPEq5Kh pic.twitter.com/fZJ0pKix10
— NDTV (@ndtv) May 20, 2025
অনুরাধার কাণ্ড বলিউডের সিনেমা Dolly Ki Doli-র কথা মনে করিয়ে দেয়, যেখানে সোনম কাপুর একাধিক পুরুষকে বিয়ে করে প্রথম রাতেই পালিয়ে যেতেন।
এই ঘটনা সামনে আসে যখন সওয়াই মাধোপুরের বাসিন্দা বিষ্ণু শর্মা ৩ মে থানায় অভিযোগ করেন। তিনি জানান, সুনীতা ও পাপ্পু মীনা নামে দুই দালালকে দুই লাখ টাকা দিয়ে বিয়ের ব্যবস্থা করেন। ২০ এপ্রিল আদালতে অনুরাধার সঙ্গে তাঁর বিয়ে হয়। কিন্তু ২ মে তিনি ঘরে ফিরে দেখেন — স্ত্রী উধাও, সঙ্গে নিয়ে গেছেন তাঁর সোনা, নগদ টাকা ও ইলেকট্রনিক জিনিস।
উত্তরপ্রদেশের মহারাজগঞ্জের বাসিন্দা অনুরাধা একসময় হাসপাতালে কাজ করতেন। স্বামীর সঙ্গে বিবাদের পর তাঁকে ছেড়ে ভোপালে চলে যান। সেখানেই এক প্রতারক চক্রের সঙ্গে জড়িয়ে যান, যারা হোয়াটসঅ্যাপে বিয়ের প্রস্তাব দিয়ে এই প্রতারণা চালাতো।
বিষ্ণুর অভিযোগের ভিত্তিতে পুলিশ একটি ছদ্মবেশী অভিযানে নামে। এক কনস্টেবল পাত্রী খুঁজছেন এমন ভান করে ফাঁদ পাতে। এক দালাল অনুরাধার ছবি দিলে পুলিশ সুযোগ নেয় এবং ভোপাল থেকে তাকে গ্রেপ্তার করে। এখন পুলিশ পুরো চক্রের খোঁজে তদন্ত চালাচ্ছে।