লাইফস্টাইল

মালিন্য কাটিয়ে ঝকঝকে ত্বক! কোন ফেসপ্যাক ব্যবহার করবেন?

Sparkling skin after dirt! Which facepack to use?

Truth Of Bengal: মৌ বসু : শীতের মরসুমে রুক্ষ, শুষ্ক ঠান্ডা আবহাওয়ায় ত্বক তার স্বাভাবিক আর্দ্রতা ও জেল্লা হারিয়ে ফেলে। তাই মালিন্য কাটিয়ে উঠে ঝকঝকে জেল্লাদার ত্বক পেতে ভরসা থাকুক ঘরোয়া উপাদানে তৈরি ফেসপ্যাকেই। ত্বকে মরা কোষ জমা হয় বলেই ত্বক মলিন লাগে। তাই ত্বকের স্বাভাবিক ঔজ্জ্বল্য ও জেল্লা ফিরিয়ে আনতে আর নরম ত্বক পেতে ভরসা রাখুন বেসন আর টক দই মিশিয়ে তৈরি করা ফেসপ্যাকে। দুধ দিন অল্প পরিমাণে এই বেসন আর টক দইয়ের ফেসপ্যাকে।

কিন্তু আগে জেনে নিন ত্বকের ধরণ অনুযায়ী বেসনের সঙ্গে কী মেশাবেন, টক দই না দুধ?

১) রুক্ষ ও শুষ্ক ত্বক হলে বেসনের সঙ্গে দুধ মেশান। এতে ধুলোবালি, মরা কোষ দূর হয় আর ত্বকের স্বাভাবিক জেল্লা ফিরে আসবে। ২ চামচ বেসনের সঙ্গে ২ চামচ দুধ মিশিয়ে মিশ্রণ তৈরি করে মুখে লাগান। অল্প সময় রেখে ঠান্ডা জলে ধুয়ে নিন মুখ। সপ্তাহে ২-৩ বার করলেই ত্বকের স্বাভাবিক জেল্লা ফিরে আসবে।

২) তৈলাক্ত ত্বক হলে বেসনের সঙ্গে টক দই মিশিয়ে লাগালে ত্বকের ট্যানিং দূর হয়। ২ চামচ বেসন আর ২ চামচ টক দই মিশিয়ে তৈরি করুন মিশ্রণ। চাইলে এরমধ্যে অল্প লেবুর রস মিশিয়ে নিতে পারেন। এই ফেসপ্যাক মুখে লাগান। দাগছোপ, মরা কোষ দূর হয়। ত্বকের স্বাভাবিক জেল্লা ফিরে আসে। সপ্তাহে ২ বার এই ফেসপ্যাক লাগান।

Related Articles