লাইফস্টাইল

দশমীতে সিঁদুর খেলার পর কেমন করে নেবেন ত্বকের যত্ন

Skin Care

The Truth of Bengal, Mou Basu: পুজোকে ঘিরে কত দিন ধরে কত আনন্দ উদ্দীপনা চলে। নিজেকে আকর্ষণীয় করে তুলতে কত না প্রচেষ্টা চলে। পুজোর আগে থাকতেই নানান ফেসপ্যাক, ফেশিয়াল ব্যবহার করে নিজেকে সুন্দর করে তোলার  হিড়িক পড়ে যায়। পুজো শুরু হয়ে গেলেই হইচই, পুজোর সাজগোজ, উৎসবের আনন্দে ঘোরাঘুরি, ঠাকুর দেখা, আড্ডা দিতে গিয়ে আর ত্বকের যত্নই ভালো করে নেওয়া হয়ে ওঠে না। বিজয়া দশমীর দিন এখন সিঁদুর খেলা দোলে রঙ খেলার রূপ নিয়েছে। পুজোর ক’দিন চলে প্রচণ্ড চড়া মেকআপ। অনেক সময় চড়া মেকআপ ত্বক থেকে ভালো করে তোলাও হয় না। প্রচুর ক্ষতি হয় ত্বকের। বিজয়া দশমীর দিন মণ্ডপে মণ্ডপে শুরু হয়ে যায় একে অপরকে সিঁদুরে রাঙিয়ে দেওয়ার খেলা। সিঁদুরে থাকা রাসায়নিক প্রচুর পরিমাণে লেগে যায় ত্বকে।

তাই ত্বকের ক্ষতি হয়ে গিয়ে সিঁদুর খেলার আনন্দে যেন কোনো ভাটা না পরে সেদিকে বিশেষ খেয়াল রাখতে হবে।

১) প্রথমেই যে বিষয়টিতে মনোযোগ দিতে হবে তা হল সিঁদুর খেলার পর ভালো করে মুখের মেকআপ ও ত্বকে লেগে থাকা সিঁদুরের দাগ তুলে ফেলতে হবে। রইল মেকআপ তোলা ও ত্বকের যত্নের জন্য কয়েকটি বিশেষ টিপস-

২) ত্বক শুষ্ক হলে মেকআপ বা সিঁদুর তোলার জন্য ব্যবহার করতে হবে নারকেল তেল। হাতের তালুতে অল্প নারকেল তেল ঢেলে সারা মুখে ভালো করে মেখে নিতে হবে। মিনিট পাঁচেক হালকা হাতে ভালো করে ম্যাসাজ করতে হবে। এরপর ঈষদুষ্ণ গরম জলে তোয়ালে ভিজিয়ে মুখটা মুছে নিতে হবে। এরপর পছন্দের ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিন।

৩) তৈলাক্ত ত্বকের ক্ষেত্রে একই রকম ভাবে তেলও ব্যবহার করতে পারেন। আবার তেল না ব্যবহার করে ভেসলিন বা কোনো ম্যাসাজ ক্রিম বা ময়েশ্চরাইজার ক্রিম ব্যবহার করে একই পদ্ধতিতে মুখের মেকআপ তুলতে হবে। এরপর ফেশওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিন।

৪) মিশ্র বা সেনসিটিভ ত্বকের জন্য ব্যবহার করা যায় বেবি অয়েল। তাতে ত্বকের জেল্লা বাড়ে। এরপর ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিন। প্রয়োজনে গরম জলের বদলে সাধারণ জলে তোয়ালে ভিজিয়ে নেওয়া যেতে পারে।

Free Access

Related Articles