লাইফস্টাইল

গরমে পুরনো ফ্রিজের ঠান্ডা কমে যাচ্ছে? জেনেনিন সমাধানের ৬টি টিপস

Is the old refrigerator getting colder in the summer

The Truth of Bengal,Mou Basu: তাপমাত্রার পারদ এখন প্রতিদিনই ঊর্ধ্বগামী। এখনই রেহাই নেই গরম থেকে, এদিকে তাপমাত্রার পারদ যতই চড়ছে ততই খাবার-সব্জি ভালো রাখতে গিয়ে সমস্যায় পড়ছেন। বিশেষ করে অনেক সময়ই বাড়িতে থাকা পুরনো ফ্রিজে অনেক সময়ই সেরকম ঠান্ডা-সতেজতা দেখা যায় না। অনেক সময় সামান্য জলের বোতলও ঠান্ডা করতে গিয়ে সমস্যা হয়। প্রথমেই মাথায় রাখবেন যে, ফ্রিজের কম ঠান্ডা হওয়ার পেছনে সবসময় প্রযুক্তিগত সমস্যাই কারণ নয়। সাধারণত কিছু অভ্যাসের দরুনও ফ্রিজে এই সমস্যা দেখা যেতে পারে। এমন পরিস্থিতিতে বাড়ির পুরোনো রেফ্রিজারেটর না বদলেও সেক্ষেত্রে কী করবেন?

১) ফ্রিজে চেষ্টা করবেন কম জিনিস রাখতে। অনেক সময়ই আমরা কম ক্যাপাসিটি বা ছোটো সাইজের ফ্রিজেও প্রচুর জিনিস ঠেসে ভরে রাখি। সেক্ষেত্রে রেফ্রিজারেটরে এয়ার ফ্লো বা বায়ু চলাচল ঠিকমতো হয় না। প্রযুক্তিগতভাবে যেকোনো ফ্রিজে শীতলতার জন্য বায়ুপ্রবাহ একান্ত প্রয়োজন। ফ্রিজ কম ঠান্ডা হয়। তাই, হয় ফ্রিজে জিনিস কম রাখুন নয়ত বড়ো সাইজের ফ্রিজ কিনুন।

২) ফ্রিজের দরজায় একধরণের রবার থাকে, যা ভেতরের বাতাস বের হতে দেয়না, ফলে ফ্রিজ ঠান্ডা থাকে। তবে অনেক সময় পুরনো ফ্রিজের রবার নষ্ট হয়ে গেলে ঠান্ডাজনিত সমস্যা হয়। তাই ফ্রিজ পুরোনো হলে সেটির দরজার সিল চেক করুন।

৩) ফ্রিজে পর্যাপ্ত ঠান্ডা পেতে সঠিক তাপমাত্রা সেট করা জরুরি। সাধারণত অনেকেই শীতের সময় রেফ্রিজারেটরের ভেতরের তাপমাত্রা মিনিমাম করে রাখেন, কিন্তু গরমে তাপমাত্রা পুনরায় ম্যাক্সিমাম করতে ভুলে যান, যার ফলে ঠান্ডাও কম হয়।

৪) রেফ্রিজারেটরের পেছনে একটি ছোট ফ্যান লাগানো থাকে, যা গরম বাতাস বের করে দেয়। সেক্ষেত্রে ফ্রিজে ঠান্ডার সমস্যা হলে সেই ফ্যানটি ঠিকমতো কাজ করছে কিনা তা অবশ্যই পরীক্ষা করে দেখুন।

৫) রেফ্রিজারেটরের পিছনে থাকা ধাতব জাল বা কনডেন্সার কয়েল থাকে। কনডেন্সার কয়েলে ধুলো-ময়লা আটকে গেলে ফ্রিজের কার্যকারিতায় প্রভাব পড়ে এবং ঠান্ডা কমে যায়। তাই বছরে অন্তত একবার ব্রাশ দিয়ে এই কয়েল পরিষ্কার করুন।

৬) ফ্রিজের সুইচ ঠিক আছে কিনা পরীক্ষা করে দেখুন। ফ্রিজের সঠিক তাপমাত্রা ৩২-৪০ ডিগ্রি ফারেনহাইটের মধ্যে থাকার কথা। তাই থার্মোস্ট্যাট ঠিক আছে কিনা পরীক্ষা করে দেখুন।