অফবিটফিচারলাইফস্টাইল

দেবী বাসন্তী দুর্গার আগমন কোন বাহনে? কীসেই বা গমন!

In which vehicle does Goddess Basanti Durga arrive? What a journey!

Truth Of Bengal: হিন্দু ধর্মে বসন্তকালে চৈত্র মাসের শুক্লপক্ষ তিথিতে বাসন্তী পুজো হয়। গোটা ভারতে সাড়ম্বরে পালিত হয় চৈত্র নবরাত্রি। কিন্তু বাঙালির কাছে মূলত ষষ্ঠী থেকে দশমী তিথি পর্যন্ত পালন করা হয়। ষষ্ঠী তিথিতে হয় অশোক ষষ্ঠী। সপ্তমী তিথিতে হয় বাসন্তী দুর্গা পুজো।

নবমীতে হয় অন্নপূর্ণা পুজো। শাস্ত্র মতে, এবছর দেবীর গজে আগমন। গজেই গমন দেবীর। পুরাণ মতে মনে করা হয়, দেবীর গজে আগমন ও গমন হলে শস্যশ্যামলা বসুন্ধরা হয়। অর্থ, সমৃদ্ধি, ফসলের পরিমাণ বাড়ে। ৯ দিন ব্যাপী চৈত্র নবরাত্রি শুরু হয়েছে ৩০ মার্চ। শেষ হবে ৬ এপ্রিল।

এবছর দ্বিতীয়া আর তৃতীয়া একইদিনে পড়ায় চৈত্র নবরাত্রি পালন করা হবে ৮ দিনের মধ্যে। শাস্ত্র মতে, সপ্তমী রবি বা সোমবার হলে দেবীর আগমন হবে গজে বা হাতিতে চেপে। একইভাবে, দশমী তিথি রবি বা সোমবার হলে দেবীর গমন হবে গজে। একইভাবে সপ্তমী বা দশমী তিথি শনি ও মঙ্গলবার হলে দেবীর আগমন ও গমন হবে ঘোটক বা ঘোড়ায়। সপ্তমী বা দশমী তিথি বৃহস্পতিবার ও শুক্রবার হলে দেবীর আগমন ও গমন হবে দোলা বা পালকিতে। বুধবার সপ্তমী বা দশমী তিথি পড়লে দেবীর আগমন ও গমন হবে নৌকায়।

Related Articles