ত্বকের উজ্জ্বলতা হারিয়ে ফেলেছেন? ব্যবহার করুন কফি-কলার ফেসপ্যাক
Has skin lost its glow? Use coffee-banana face pack

Truth Of Bengal: রোজকার ব্যস্ত জীবনে ত্বকের উজ্জ্বলতা হারিয়ে ফেলেছেন? অফিস, বাড়ি সামলে নিজের যত্ন নেওয়া আর হয়েছে উঠছে না?
চলুন তবে আজ আপনাদের সন্ধান দি এমন দুই উপাদানের, যা আপনার বাড়িতে সবসময়ই থাকে। কফি এবং কলা। এই দুই উপাদান ত্বকের জন্যে খুবই উপকারী।
কফি ত্বকের বলিরেখা দূর করতে সাহায্য করে এবং কলা ত্বককে উজ্জ্বল ও মসৃণ করে তোলে। কলা এবং কফির ফেসপ্যাক বিভিন্ন ভাবে তৈরি করা যায়।
চলুন জেনে নেওয়া যাক কিভাবে ব্যবহার করবেন এই ফেসপ্যাকঃ
১. যাদের ত্বক শুষ্ক তাদের জন্যে কলা খুব ভালো কাজ করে। একটা কলাকে চটকে নিয়ে তারমধ্যে কিছুটা পরিমাণ মধু মিশিয়ে নিন।
আর কিছু পরিমাণ কফি মিশিয়ে ফেসপ্যাক তৈরি করুন। কিছুক্ষণ মুখে লাগিয়ে ঠান্ডা জলে ধুয়ে নিন। ব্যাস এতেই ত্বক মুহূর্তেই হয়ে উঠবে উজ্জ্বল।
২. যাদের মুখে বলিরেখা আছে তাদের জন্যে এই ফেসপ্যাক খুব ভালো। রাতে শোয়ার আগে ব্যবহার করুন এই ফেসপ্যাক। হালকা গরম জলে এক চামচ কফি মিশিয়ে নিন।
শুকিয়ে গেলে উষ্ণ জলে মুখ ধুয়ে ফেলুন। কয়েকদিন ব্যবহার করলেই উপকার পাবেন হাতেনাতে।
৩. স্ক্রাবার হিসেবে খুব ভালো কাজ করে কলার খোসা। কলার খোসার মধ্যে কিছু পরিমাণ কফি এবং মধু ঢেলে দিন। সেই খোসাটা নিয়ে স্ক্রাবারের মতো করে মুখে ঘষতে থাকুন কয়েক মিনিট।
৪. হাঁটু, কনুই, বগলে যদি কালো ছাপ পড়ে তাহলে কলার খোসায় মধু, লেবুর রস মিশিয়ে ঘষে নিন। দেখবেন দ্রুত কালো ছোপ দূরে হবে।
৫. উজ্জ্বল,গোলাপী ঠোঁট সকলেরই পছন্দ, তবে ঠোঁটে কালো ছোপ যাদের রয়েছে তাদের জন্যে রইল টিপস।
কলার ছোট টুকরো করে নিন। তারমধ্যে অল্প কফি মিশিয়ে নিয়মিত ঠোঁটে লাগালেই কালো ছোপ দূর হবে।