প্রজাতন্ত্র দিবসে কী রয়েছে ভাগ্যে? কী বলছে সিদ্ধিদাতার গণনা
What is in store for Republic Day? What does Siddhidata's calculation say?

Truth Of Bengal: আজ ২৬-এ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস। দিনটা আমাদের কাছে একটা মনে রাখার দিন। আর এই মনে রাখার দিনে সবাই ভাল মুহূর্ত কাটাতে চায়। তো কীভাবে কাটতে চলেছে আপনার আজকের দিন, সৌভাগ্য নাকি দুর্ভাগ্য কী অপেক্ষা করছে আপনার জন্য! সিদ্ধিদাতার গণনা অনুযায়ী কী বলছে আপনার ভাগ্য। জানতে পড়ুন আজকের রাশিফল।
মেষ: অন্যকে আর্থিক সুবিধা প্রদানে আজ ব্যর্থ হবেন। নিজের আবেগ, সেন্টিমেন্টের গুরুত্ব অন্যের থেকে আশা করবেন না। কেউ কদর দেবে না। নিজেকে কঠিন করতে শিখুন। কর্ম জীবন আর সাংসারিক জীবন গুলিয়ে ফেলার সম্ভাবনা। প্রিয় মানুষের থেকে আজ একটু বেশি কদর পাবেন। শারীরিক অবস্থার উন্নতি। বাবা-মা আপনার থেকে খুবই প্রসন্ন হবেন আজ।
বৃষ: আপনার জন্য প্রচুর সুযোগ যোগ রয়েছে, শুধু একটু অপেক্ষা করুন। আয়ের শুভ যোগ। তবে আয়ের পরিমানে ব্যয় বৃদ্ধির সম্ভাবনা বেশি। আজ ঋণ মুকুবে সক্ষম হবেন। ব্যবসায় উন্নতির শুভ যোগ। পরিবারের কোন সদস্য অসুস্থ হতে পারেন আজ। নিজের স্বাস্থ্যের খেয়ালও রাখুন। সবের উপর আজ আপনার দিন ভাল কাটতে চলেছে।
মিথুন: নিজেকে আজ অনেক অসুস্থ অনুভব করতে পারেন। পিতা-মাতার শারীরিক অবস্থার উন্নতির যোগ। স্ত্রীর সঙ্গে মনোমালিন্য দূর হবে। ব্যবসায় লাভবানে হওয়ার সম্ভাবনা রয়েছে। বিপদের সম্ভানা রয়েছে সাবধানে থাকুন। সন্তানদের থেকে সুখবর পেতে পারেন আজ।
কর্কট: অশুভ কিছু ঘটতে পারে সতর্ক থাকুন। অধিক অর্থ খরচ হতে পারে আজ। সাংরারিক জীবনে উন্নতি। ব্যসায় হওয়া লোকশান কাটিয়ে উঠবেন আজ। বিদেশ ভ্রমনের শুভ যোগ। আর্থিক দিকে দিনটি ভাল হবে। আজ পরিশ্রম কিছুটা বৃদ্ধি পাবে, যার জন্য আপনি ক্লান্ত অনুভব করতে পারেন।
সিংহ: স্ত্রী-র সঙ্গে আজ বিবাদ হতে পারে। শিক্ষাক্ষেত্রে আজ হতাশায় ভুগতে পারেন। ব্যবসার জন্য খরচ বৃদ্ধি। নিজের রাগ-কে সংযত করুন। আজ আপনার মনের মানুষ আপনার কাজে অনেক খুশি হবে। আপনাকে উপহারও দিতে পারে।
কন্যা: উন্নতির সুযোগ আজ আপনার দোরগড়ায়। বিবাদে জড়িয়ে পড়তে পারেন আজ। বাবা-মায়ের সঙ্গে ঝামেলার সম্ভাবনা। সাংসারিক ঝুট ঝামেলা এড়িয়ে চলুন। ব্যবসায় লাভ করবেন আজ। সন্তানের উচ্চশিক্ষার শুভ যোগ রয়েছে। নিজের মতামত অন্যের উপর চাপিয়ে দেবেন না, অন্যদের মতামতও শুনুন।
তুলা: করুণা আদায়ের চেষ্টা করবেন না, নিজের সমস্যার সমাধান নিজে করুন। নিজের সঙ্গে নিজের ব্যক্তিত্বের সংঘাত হবে। ইগোকে বাড়তে দেবেন না। কর্ম জীবন আর সাংসারিক জীবন গুলিয়ে ফেলার সম্ভাবনা। ঋণ মুকুবে সক্ষম হবেন আজ। ব্যবসায় উন্নতির শুভ যোগ।
বৃশ্চিক: খরচ বৃদ্ধির সম্ভাবনা। বাইরের সম্পর্ক নিয়ে বাড়িতে বিবাদ বৃদ্ধি। স্ত্রীর সঙ্গে মনোমানিল্য। আপনার বাবা-মাও আপনার পাশে থাকবে না এই বিবাদে। কেউ সাহায্য করতে চাইলে তা গ্রহন করুন। কর্মজীবন ভাল কাটবে আজ।
ধনু: অপ্রত্যাশিত এক ভাল ঘটনা ঘটতে চলেছে আপনার সঙ্গে। জীবনে নতুন মানুষ আগমনের সম্ভাবনা। সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার সঙ্গীর সঙ্গে আলোচনা করে নিন এতে আপনার স্ত্রী খুশি হবে। ব্যবসায় ব্যয় বৃদ্ধি। আইনত কাজ থেকে আজ দূরে থাকুন।
মকর: এই বিচ্ছেদের সময়ে মনের মানুষকে আগলে রাখার চেছ্টা করুন। সম্পত্তি নিয়ে বিবাদের জেরে মামলা-মোকদ্দমাও হতে পারে। দীর্ঘ দিনের কন্যা সন্তান লাভের ইচ্ছা এবারে পূরন হতে চলেছে। বাড়িতে আত্মীয় আসার সম্ভাবনা। পত্নীর রোগ নিরাময়ের সম্ভাবনা।
কুম্ভ: আপনার কাজে আজ প্রশংসিত পাবেন। তবে পদোন্নতির কোন যোগ নেই আজ। ব্যক্তিগত কোনও ক্ষতির কারণে আবেগপ্রবণ হয়ে পড়তে পারেন। আজ আপনি লক্ষ্যে পৌছাতে সফল হবেন। আপনার সহকর্মীরা আপনাকে বোকা বানাতে পারে। সতর্ক থাকুন।
মীন: কর্মজীবন ভালোই কাটবে। আজকের দিনটা পরিবারের সদস্যদের ভালোমন্দ চিন্তায় কাটতে পারে৷ ব্যবস্যায়ীরা লাভের আশা করবেন না, তা বৃথা হবে আজ৷ দিনের শেষভাগটা আনন্দে কাটাতে পারবেন। বন্ধুদের সঙ্গে মজায় কাটবে। প্রেমে আপনি সফল হবেন আজ।