সপ্তাহের প্রথম দিনই কেমন যাবে? মেষ নাকি মিথুন? ভাগ্যের চাকা ঘুরবে কোন রাশির? দেখে নিন আজকের রাশিফল
Today’s Horoscope

The Truth of Bengal: আজকের রাশিফল সোমবার ২ অক্টোবর চন্দ্র মেষ রাশি থেকে বেরিয়ে বৃষ রাশিতে প্রবেশ করবে। অন্য দিকে আজই সিংহ রাশিতে প্রবেশ করবে শুক্র। জ্যোতিষ গণনা অনুযায়ী আজ হর্ষণ যোগ ও ভরণী নক্ষত্রের প্রভাব থাকছে। যা আজকের দিনের গুরুত্ব বৃদ্ধি করছে। সপ্তাহের প্রথম দিনটি কোন রাশির জন্য শুভ এবং কাদের জন্য শুভ নয়, তা বস্তারিত জেনে নেওয়া যাক।
মেষ রাশি
এই রাশির জাতক-জাতিকারা এই সপ্তাহে আর্থিক দিক থেকে মিশ্রফল পাবেন। সপ্তাহের শুরুতে ব্যয় বৃদ্ধি পাবে। শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় সাফল্য। কর্মক্ষেত্রে সহকর্মীদের প্ররোচনায় পা দেবেন না। ব্যবসায়ীদের নতুন ব্যবসা শুরু করার জন্য সময়টি শুভ। বয়স্ক জাতক-জাতিকারা মানসিক শান্তির জন্য পূজাপাঠে মন দিন। সৃজনশীল কাজে উন্নতি। স্বাধীন পেশার সঙ্গে যুক্ত জাতক-জাতিকাদের ধীরে ধীরে সময় ভালর দিকে যাবে।
বৃষ রাশি
সপ্তাহের প্রারম্ভে ভবিষ্যতের জন্য অর্থ সঞ্চয়ে মন দিন। প্রিয়জনের সঙ্গে ভুল বোঝাবুঝি মিটে যাওয়ার সম্ভাবনা। সপ্তাহের মধ্যভাগে খেলাধুলায় উন্নতি। প্রতিবেশীর সঙ্গে হঠাৎ বিবাদ বাধতে পারে। দুর্জন ব্যক্তির থেকে নিজেকে দূরে সরিয়ে রাখুন। সপ্তাহের মধ্যভাগে চোট-আঘাত লাগার সম্ভাবনা। ব্যবসায়ীদের শুল্ক সংক্রান্ত সমস্যার জন্য মানসিক চাপে থাকতে হতে পারে। সন্তানভাব শুভ।
মিথুন রাশি
গ্রহ সন্নিবেশ অনুযায়ী এই রাশির আর্থিক অবস্থা মোটামুটি ভালই থাকবে। আয় ভাল হবে, ব্যয় কম হওয়ার ফলে সঞ্চয়ে মন দিন। এই সময় নতুন সম্পত্তি ক্রয়ের ব্যাপারে অগ্রসর হতে পারেন। সন্তানের লেখাপড়ায় মনোযোগ না থাকার ফলে পরীক্ষার ফল খুব একটা ভাল হবে না। ছোট ভাইয়ের রূঢ় আচরণের জন্য পরিবারে অশান্তি। স্ত্রীর স্বাস্থ্য খুব একটা ভাল যাবে না। জলপথে ভ্রমণ না করাই শ্রেয়।
কর্কট রাশি
জাতকরা শেয়ার বাজারে লগ্নি করে থাকলে প্রত্যাশিত লাভ অর্জন করতে পারবেন।জীবনসঙ্গীর সহযোগিতা ও সান্নিধ্য পাবেন।পরিবারের কোনও সদস্যের কাছ থেকে সুসংবাদ পাবেন।কোনও কোর্সে সন্তানকে ভরতি করতে চাইলে, তার জন্য দিন ভালো।সন্ধ্যা নাগাদ সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।আজ ৯৮ শতাংশ ক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবেন। রোজ রাতে শেষ রুটি কালো কুকুরকে খাওয়ান।
সিংহ রাশি
সিংহ রাশির জাতকদের আজকের দিনটি জটিলতা ভরা থাকবে।বিভ্রান্ত হয়ে নিজের কাজ আটকে দেবেন না।নতুন কাজে কোনও তাড়াহুড়ো করবেন না।তাড়াহুড়ো ও আবেগপ্রবণ হয়ে কোনও সিদ্ধান্ত নিলে সমস্যার কারণ দেখা দিতে পারে।৬৩ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনাদের পক্ষে। সূর্যকে তামার লোটায় জল নিবেদন করুন।
কন্যা রাশি
সপ্তাহটি আপনাকে শুভাশুভ ফল প্রদান করবে। কর্মক্ষেত্রে উন্নতির যোগ থাকলেও দূরে কোথাও বদলি হতে পারেন। শ্বশুর-শাশুড়ির মধ্যে কেউ একজনের শারীরিক অসুস্থতার জন্য অর্থব্যয় হতে পারে। জাতকের বন্ধুভাগ্য মোটামুটি ভাল। তাদের সহায়তায় অনেক সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। প্রেম-পরিণয়ের ক্ষেত্রে তৃতীয় ব্যক্তির উপস্থিতি খুব একটা সুখকর হবে না।
তুলা রাশি
জাতকরা ব্যবসায় অপ্রত্যাশিত লাভজনক সওদা পাবেন।বরিষ্ঠ ব্য়ক্তির কথা শুনলে আপনার গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন হবে।গত কিছু দিন ধরে আটকে থাকা কাজ সম্পন্ন হবে।ভাগ্য ৭৭ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে। গণেশ চালিসা পাঠ করুন।
বৃশ্চিক রাশি
এই সপ্তাহে পেশাগত দিক ভালই যাবে। তবে পারিবারিক জীবনে কিছু সমস্যা থাকবে। রাজনীতির সঙ্গে যুক্ত জাতক-জাতিকারা নিজ দলে সম্মানজনক পদ পেতে পারেন। অামদানি-রফতানি ব্যবসায় বাড়তি মুনাফা আসার যোগ। বিদ্যুৎ ও অাগুন থেকে সাবধানে থাকুন। সন্তানের চোখে সমস্যার জন্য পড়াশোনায় বাধা। অসৎ বন্ধুর সান্নিধ্য ত্যাগ করা উচিত। এরা অাপনাকে বিপথে চালিত করতে পারে। বাইরের কোনও ব্যক্তিকে নিয়ে পরিবারে অশান্তি।
ধনু রাশি
সপ্তাহটি গতানুগতিকভাবে চলবে। সন্তানের লেখাপড়ার জন্য ব্যয়বৃদ্ধি। ব্যবসায় প্রতিকূলতা থাকলেও আগামিদিনে কাটিয়ে ওঠার সম্ভাবনা। আমোদ-প্রমোদে খরচ বৃদ্ধির জন্য সঞ্চিত অর্থ ব্যয় হতে পারে। অর্থ আদানপ্রদান নিয়ে বন্ধুর সঙ্গে বিবাদ। বয়ঃসন্ধির কন্যাসন্তানকে খুব সাবধানে রাখুন। এই সময় বন্ধু-বান্ধব কুপথে চালিত করতে পারে। গাড়ি চালানোর সময় অত্যন্ত সাবধান হওয়ার দরকার।
মকর রাশি
জাতকরা শিক্ষা ও প্রতিযোগিতার ক্ষেত্রে বিশেষ প্রতিযোগিতা অর্জন করবেন।ব্যবসায়ে আয়ের নতুন উৎস পাবেন। তাই এবার আলস্য ত্যাগ করুন। না-হলে বড় সমস্যায় জড়িয়ে পড়তে পারেন।ব্যস্ততার কারণে নিজের জন্য সময় বের করতে পারবেন না।সন্তানের ওপর রেগে থাকবেন।ভাগ্য আজ ৭২ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গে থাকবে। বিষ্ণুর পুজো করুন।
কুম্ভ রাশি
সপ্তাহের শুরুতে সংসারে সুখ-শান্তি বজায় থাকবে। স্ত্রীর প্রচেষ্টায় সংসারে অর্থনৈতিক উন্নতি লক্ষ্য করতে পারবেন। সন্তানের স্বাস্থে্যর কারণে চিন্তা ও উদ্বেগ বাড়তে পারে। বয়স্করা অনিদ্রাজনিত রোগকে কখনওই অবহেলা করবেন না। এর থেকে বহু রোগের সৃষ্টি হওয়ার সম্ভাবনা। পরিবারে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে তাদের আশাভঙ্গ না করাই শ্রেয়। সপ্তাহের শেষে কোনও বড় সাফল্য ধরা দিতে পারে।
মীন রাশি
জাতকদের এমন কিছু ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হবে, যাঁরা আপনাকে সুপরামর্শ দিতে পারবেন।ব্যবসায় লাভ হওয়ায় মন প্রসন্ন থাকবে।বিদেশি ব্যবসার সঙ্গে যুক্ত থাকলে লাভ হতে পারে।সন্তানের ভবিষ্যৎ পরিকল্পনায় অর্থ লগ্নি করবেন।সন্ধ্যা নাগাদ মা-বাবার সেবা করবেন।ছাত্রছাত্রীরা ইচ্ছানুযায়ী ফলাফল পাবেন।আজ ৮৮ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে। বিষ্ণুকে বেসনের লাড্ডু নিবেদন করুন।
Free Access