আজকের দিনে

আর্থিক উন্নতির যোগ এই রাশির জাতকদের! পুজোর আগে কী রয়েছে আপনার ভাগ্যে? জেনেনিন আজকের রাশিফল 

Today’s Horoscope

The Truth of Bengal: আজকের রাশিফল শুক্রবার ১৩ অক্টোবর চন্দ্র বুধের রাশি কন্যায় সঞ্চার করবে। পাশাপাশি আজ ত্রিগ্রহী যোগ, ব্রহ্ম যোগ, এন্দ্র যোগের প্রভাব থাকবে। আবার ফাল্গুনী নক্ষত্র থাকছে আজ। কন্যা রাশিতে সূর্য ও বুধ বিচরণ করছে। চন্দ্রের প্রবেশের সঙ্গে সঙ্গে এখানে ত্রিগ্রহী যোগ তৈরি হয়েছে। জ্যোতিষ অনুযায়ী আজ, শুক্রবারের দিনে এই একাধিক শুভ যোগ বেশ কিছু রাশির জন্য ভালো। কিন্তু কিছু কিছু রাশির জাতকদের সতর্ক থাকতে হবে। শুক্রবারের দিনটি কোন রাশির কেমন কাটবে, তা বিস্তারিত জেনে নেওয়া যাক।

মেষ রাশি

মেষ রাশির জাতকদের স্বাস্থ্যোন্নতি হবে।ব্যবসায়ীদের নতুন ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হবে। যা আপনাকে ব্যবসা সম্প্রসারণে সাহায্য করবে।পরিচিত ব্যক্তির কাছ থেকে সহজে ঋণ পেয়ে যেতে পারেন।ছাত্রছাত্রীরা পরীক্ষায় সাফল্য লাভের জন্য কঠিন পরিশ্রম করবেন।কর্মক্ষেত্রে কিছু করে দেখানোর ইচ্ছা থাকবে আপনার, এর দ্বারা লাভান্বিত হবেন।ভাগ্য ৮৮ শতাংশ ক্ষেত্রে আপনার সাহায্য করবে। গণেশকে দূর্বা নিবেদন করুন।

বৃষ রাশি

আর্থিক অবস্থা মোটামুটি ভালই থাকবে। তবে ব‌্যয়ের দিকে একটু নজর রাখতে হবে। অবিবাহিতদের বিবাহের যোগ প্রবল। দাম্পত‌্যক্ষেত্রে মাঝেমধ্যে মতের অমিল হলেও মানিয়ে নেওয়ার চেষ্টা করুন। ব‌্যবসায়ীদের পূর্বের পাওনা অর্থ ফিরে পাওয়ার সম্ভাবনা। বন্ধুবান্ধবের সঙ্গে অযথা তর্ক-বিতর্কে যাবেন না। এতে সম্পর্ক নষ্ট হতে পারে।

মিথুন রাশি

মিথুন রাশির জাতকদের সমাজে ভালো ভাবমূর্তি গড়ে উঠবে। এর ফলে আপনার সামাজিক পরিসর বাড়বে, নতুন বন্ধুত্ব গড়ে উঠবে।সামাজিক অনুষ্ঠানে অর্থ ব্যয় হবে।অর্থ লগ্নি করবেন না।ছাত্রছাত্রীরা জ্ঞান ও অভিজ্ঞতা লাভ করবে।মায়ের স্বাস্থ্যোন্নতি হতে পারে।ব্যবসায়ীদের আংশিক অর্থ লাভ হবে।ভাগ্য ৬৫ শতাংশ ক্ষেত্রে আপনার সাহায্য করবে। গায়ত্রী চালিসা পাঠ করুন।

কর্কট রাশি

পূর্ববর্তী সপ্তাহের তুলনায় এই সপ্তাহে পদোন্নতি ও আর্থিক উন্নতির যোগ। পারিবারিক কারণে অতিরিক্ত অর্থব‌্যয়ের সম্ভাবনা। ব‌্যবসায়ীরা এই সময় ঋণের বোঝা বাড়াবেন না। শুল্ক সংক্রান্ত সমস‌্যার জন‌্য আইনজ্ঞের পরামর্শ নিন। সপ্তাহের মধ‌্যভাগে কোনও তীর্থস্থানে ভ্রমণের সুযোগ আসবে। হঠাৎ কোনও খবরে মানসিক দুশ্চিন্তা বৃদ্ধি পেতে পারে।

সিংহ রাশি

সিংহ রাশির জাতকরা কোনও জমি বা বাড়ি কেনার পরিকল্পনা করে থাকলে আজকের দিনটি লাভজনক।অধিক অর্থ ব্যয় করবেন না, তা না-হলে আর্থিক অনটনের মুখোমুখি হতে পারেন।সন্ধ্যা নাগাদ পরিবারে অতিথি সমাগম হবে। যার ফলে কিছু সময় ব্যয় হবে।ব্যবসায় মুনাফা হতে পারে।সন্তানের তরফে সুসংবাদ শুনতে পারেন।

কন্যা রাশি

সপ্তাহের শুরুতে কোনও ভাল খবর পেতে পারেন। কর্মজীবন গতানুগতিক ভাবেই চলবে। শিক্ষার্থীরা প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভাল ফল আশা করতে পারেন। ব‌্যবসায় এই সময় উত্থান-পতন থাকলেও আগামিদিনে ভাল সময় আসছে। নিজের ব‌্যক্তিগত জীবন নিয়ে অন্যের সঙ্গে আলোচনা না করাই শ্রেয়।

তুলা রাশি

তুলা রাশির জাতকরা কোনও নতুন প্রকল্পে লগ্নির পরিকল্পনা করলে বাবার পরামর্শ নিন। না-হলে কাজে বিলম্ব হতে পারে।পরিবারের কোনও সদস্যের সঙ্গে তর্ক হতে পারে।নিজের বাণী নিয়ন্ত্রণে রাখুন।প্রাইভেট চাকরির খোঁজে থাকলে আপাতত অপেক্ষা করুন।ভাইদের সঙ্গে বিবাদ চলতে থাকলে সন্ধ্য়ার মধ্যে তা সমাপ্ত হবে।ভাগ্য ৮১ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে। কৃষ্ণের পুজো করুন।

বৃশ্চিক রাশি

এই রাশির গ্রহ সন্নিবেশ অনুযায়ী নিজের স্বাস্থ্যের দিকে বিশেষ যত্ন নিতে হবে। ছোটখাটো সমস‌্যায়ও অবশ‌্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। পৈত্রিক সম্পত্তি রক্ষার জন‌্য মামলা-মোকদ্দমায় জড়িয়ে পড়তে পারেন। রাজনীতির সঙ্গে যুক্ত ব‌্যক্তিরা নিজ দলে কাঙ্ক্ষিত পদ বা উচ্চ-দায়িত্ব পেতে পারেন। সপ্তাহের দ্বিতীয় ভাগে পেট সংক্রান্ত সমস‌্যা দেখা দিতে পারে।

ধনু রাশি

ধনু রাশির জাতকদের জন্য সমস্যা সৃষ্টি হতে পারে।মনের মধ্যে ভালো চিন্তাভাবনা রেখে যে কোনও কাজ করবেন।সন্তানের লগ্নির পরিকল্পনা করে থাকলে খোলা মনে তা করুন। এর লাভ অর্জন করতে পারবেন।ভাইদের মধ্যে কোনও বিবাদ চলতে থাকলে তা পরিবারের সদস্যদের সাহায্যে মিটমাট করা যাবে।ভাগ্য ৯১ শতাংশ ক্ষেত্রে আপনার পক্ষে। ব্রাহ্মণকে দান দিন।

মকর রাশি

মকর রাশির জাতকদের দীর্ঘদিনের সমস্যার সমাধান হবে।রাজনীতির সঙ্গে জড়িত ব্যক্তিরা সার্বজনিক সভা করবেন। এর মাধ্যমে আপনাদের জনসমর্থন বাড়বে।জীবনসঙ্গীকে বাইরে ঘোরাতে নিয়ে যেতে পারেন।কর্মক্ষেত্রে বুদ্ধি ও বিচক্ষণতার সঙ্গে কাজ করবেন, এর ফলে অত্যধিক লাভ হবে।ভাগ্য আজ ৮৬ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গে থাকবে। চন্দনের তিলক লাগান।

কুম্ভ রাশি

কর্মস্থানে আর্থিক সমস‌্যার জন‌্য বেতন পাওয়া নিয়ে সমস‌্যা। এই সময় আয় অপেক্ষা ব‌্যয় বেশি হওয়ার ফলে সঞ্চিত অর্থ খরচ হতে পারে। রাজনীতিবিদরা এই সপ্তাহে সতর্ক থাকবেন। প্রতিপক্ষ দলের লোকেরা আপনার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করবে। সন্তানের পড়াশোনা নিয়ে অতিরিক্ত চিন্তা করবেন না। ব‌্যবসায়ীরা এখনই বড় বিনিয়োগ করবেন না। সপ্তাহের শেষে পরিবারকে নিয়ে ধর্মীয় ভ্রমণে যেতে পারেন।

মীন রাশি

জাতকদের স্বাস্থ্যের যত্ন নিতে হবে। গাফিলতি করবেন না।সরকারি চাকরিজীবীরা মহিলা বন্ধুর সাহায্যে পদোন্নতি পেতে পারেন।ব্যবসায়ীদের নগদ টাকার অভাব দেখা দিতে পারে।সন্তানকে ব্যবসা সংক্রান্ত বিষয়ে পরিচয় করানোর ইচ্ছা থাকলে আপাতত অপেক্ষা করুন।আজ ৬৩ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে। রোজ রাতে শেষ রুটি কালো কুকুরকে খাওয়ান।

Free Access

Related Articles