
The Truth of Bengal: আজকের রাশিফল বৃহস্পতিবার ২২ ফেব্রুয়ারি চন্দ্র আজ কর্কট রাশিতে বিচরণ করবে। আজ সর্বার্থসিদ্ধি যোগ, অমৃতসিদ্ধি যোগ, গুরু পুষ্য যোগ ও রবি যোগের শুভ সংযোগ থাকবে। এর ফলে আজকের দিনের মাহাত্ম্য বহুগুণ বৃদ্ধি পেয়েছে। এই শুভ সংযোগ ৫ রাশির জাতকদের জন্য অত্যন্ত শুভ। কারা কারা আজ লাভবান হবেন জেনে নেওয়া যাক।
মেষ রাশি
বিগত সপ্তাহগুলির তুলনায় এই সপ্তাহে আর্থিক পরিস্থিতির উন্নতি। বহুদিনের কোনও ইচ্ছা এই সময় পূরণ হতে পারে। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কথামতো চলার চেষ্টা করুন। পরিবহণ ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিদের আর্থিক মন্দাভাব কেটে যাবে। খাওয়া-দাওয়ার ব্যাপারে সাবধানে থাকুন।
বৃষ রাশি
বৃষ রাশির জাতকদের আজকের দিনটি বিশেষ। আপনাদের কোনও বিশেষ কাজ পূর্ণ হতে পারে। অংশীদারীর ব্যবসা থেকে দূরে থাকুন, তা না-হলে লোকসান সম্ভব। আপনার উন্নতি দেখে নতুন বিরোধী জন্ম নেবে, তাঁদের থেকে নিরাপদে থাকুন। আপনার কোনও কথা সন্তানের খারাপ লাগতে পারে, তাই ভেবেচিন্তে কথা বলুন।
মিথুন রাশি
সপ্তাহের শুরুতে কোনও ভালো খবর পাওয়ার সম্ভাবনা। সন্তানের অন্যায় আবদার সবসময় মেনে নেবেন না। হস্তশিল্পের সঙ্গে যুক্ত জাতক-জাতিকাদের জন্য সময়টি শুভ। এই সময় তাঁদের উৎপাদিত সামগ্রী বিদেশে পাঠানোর সুযোগ আসবে। জমি-জমা ও সম্পত্তি রক্ষার জন্য আরও উদ্যমী হতে হবে।
কর্কট রাশি
পারিবারিক ব্যবসায় উন্নতির যোগ। তবে এখনই মোটা অঙ্কের বিনিয়োগ করবেন না। বিনোদন জগতের সঙ্গে যুক্ত জাতক-জাতিকাদের জন্য সময়টি শুভ। সন্তানদের পড়াশোনায় অমনোযোগিতার ফলে পরীক্ষার ফল খুব একটা ভালো হবে না। আগুন ও বিদ্যুৎ থেকে সাবধানে থাকুন।
সিংহ রাশি
সিংহ রাশির জাতকরা আজ বন্ধুদের সঙ্গে কোথাও ঘুরতে যাবেন, এ ক্ষেত্রে মা-বাবার সম্মতি নিয়ে যাওয়াই শ্রেয়। কর্মক্ষেত্রে আপনি যে পরামর্শ দেবেন, তা সকলে মেনে নেবেন। ব্যবসায়িক কাজের জন্য কাছে কোথাও যাত্রা করতে পারেন। সাবধানে গাড়ি চালান, দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে।
কন্যা রাশি
এই সপ্তাহে পেশাগত দিক ভালোই যাবে। ব্যবসায়ীরা ঋণ পরিশোধ করার চেষ্টা করুন। প্রতিবেশীদের সঙ্গে সদ্ভাব বজায় রাখুন। বন্ধু-বান্ধবের সঙ্গে আমোদ-প্রমোদে খরচ করার জন্য সঞ্চিত অর্থ ব্যয় হতে পারে। নিকট আত্মীয়ের সহায়তায় দাম্পত্য কলহের অবসান। কর্মক্ষেত্রে পদোন্নতি হলে দূরে বদলির যোগ লক্ষ্য করা যায়।
তুলা রাশি
কর্মস্থলে নিজের উদাসীনতার জন্য কাজের পরিস্থিতি খারাপ হতে পারে। প্রতিবেশীর বাধায় গৃহসংস্কার আটকে যেতে পারে। কন্যাসন্তানের বিবাহ নিয়ে কিছু সমস্যা দেখা দেওয়ার ফলে বিয়ে ভেঙে যেতে পারে। পিতা-মাতা কারও একজনের শরীর খারাপের জন্য অর্থ ব্যয় হতে পারে। ব্যবসায় সাময়িক মন্দাভাব চললেও বন্ধু-বান্ধবের সহায়তায় আবার ঘুরে দাঁড়াতে পারবেন।
বৃশ্চিক রাশি
বৃশ্চিক রাশির জাতকরা আজ ভালো পরিমাণে সম্পত্তি লাভ করবেন। বাড়ি, ঘর, দোকান ইত্যাদি কেনার ইচ্ছাপূরণ হবে। মনস্কামনা পূরণ হওয়ায় পরিবারে পূজার্চনা করাতে পারেন। ভাই-বোনের সঙ্গে মনোমালিন্য দূর হবে। কাউকে মনে মনে ভালোবেসে থাকলে প্রেম নিবেদন করতে পারেন।
ধনু রাশি
ব্যবসায় ভালো সুযোগ এলেও নিজের উদাসীনতার জন্য সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে। ব্যবসায়ীদের পাওনা-টাকা আদায়ে সমস্যা দেখা দিতে পারে। পরিবারে সুযোগ-সন্ধানীদের থেকে সতর্ক থাকুন। হস্তশিল্পে নৈপুণ্যের জন্য ভালো কাজের বরাত মিলতে পারে।
মকর রাশি
মকর রাশির জাতকদের আয় বৃদ্ধি হবে আজ। আয় বৃদ্ধির ফলে আনন্দিত থাকবেন। সরকারি প্রকল্পের দ্বারা লাভন্বিত হবেন। মাকে করে থাকা প্রতিশ্রুতি পূরণ হবে। ছোটবাচ্চাদের সঙ্গে হাসিঠাট্টায় সময় কাটাবেন। এর ফলে সমস্ত অবসাদ দূর হবে। সুখ-সুবিধা বৃদ্ধি পাবে। আয় বৃদ্ধি হবে।
কুম্ভ রাশি
খরচবহুল সপ্তাহ হলেও অর্থের টানাটানি হবে না। বাবা ও মায়ের একাকীত্বে তাঁদের সঙ্গে কিছুটা সময় কাটানোর চেষ্টা করুন। সন্তানের বিবাহ স্থির হলেও পারিবারিক কারণে স্থগিত রাখতে হতে পারে। কর্মপ্রার্থীরা নতুন কাজের খবর পাবেন। চাকরিজীবীদের এই সময় আর্থিক স্বাচ্ছন্দ্য ফিরে আসবে। এই রাশির জাতক-জাতিকারা হস্তশিল্পে অত্যন্ত পারদর্শী হয়।
মীন রাশি
এই রাশির ধনস্থান অতিশয় শুভ। নিজের ও পরিবারের স্বাস্থ্যের দিকে নজর রাখুন। কন্যাসন্তানের বিয়ের আলোচনা এই সময় সেরে রাখতে পারেন। প্রতিবেশীর সঙ্গে কোনও মনোমালিন্যে যাবেন না। নিজের উদাসীনতার জন্য পৈত্রিক সম্পত্তি থেকে বঞ্চিত হওয়ার সম্ভাবনা।
Free Access