আজকের দিনে
Trending

এক ঝলকে দিনের সেরা

The best of the day in a flash

The Truth Of Bengal : ১। সন্দেশখালি যাওয়ার পথে বাধা। সায়েন্স সিটির কাছে ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকিতে আটকায় পুলিশ। প্রবল তর্কাতর্কির পর তাঁকে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, ১৪৪ ধারায় লঙ্ঘন করায় বিধায়ককে গ্রেপ্তার করা হয়েছে।

২। মঙ্গলবার সাতসকালে শহর কলকাতায় আগুন। সল্টলেকের কাদাপাড়ার একার একটি জুটমিলে লাগে আগুন। জুটমিলের ৩ নম্বর গুদাম থেকে আগুন ছড়িয়ে পরে। ঘটনায় পৌঁছায় দমকলের ১০ টি ইঞ্জিন।

৩। লোকসভা ভোটের আগে আবার রাজ্য পুলিশে বড়সড় রদবদল করল নবান্ন। বদলি করা হল ৫২ জন পুলিশ আধিকারিককে। এর মধ্যে রয়েছেন বেশ কিছু থানার অফিসার ইনচার্জও।

৪। সাম্প্রতিক সময়ে কলকাতা পুরসভার শীর্ষ পদে একাধিক রদবদল। যার উপরে ভিত্তি করে শীর্ষপদস্থ আধিকারিকদের মধ্যে কাজের নির্দিষ্ট বণ্টন করেছেন পুর কর্তৃপক্ষ। যাতে কাজে সমন্বয়ের পাশাপাশি, নতুন পদে যোগদানের ফলে শীর্ষ কর্তাদের মধ্যে কাজ সম্পর্কিত কোনও বিভ্রান্তি না থাকে।

৫। হাসপাতালের নামের সঙ্গে ‘রিসার্চ’ শব্দটি থাকলেই তার পক্ষে দিতে হবে প্রমাণ। দিতে না পারলে সংশ্লিষ্ট বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠানের লাইসেন্স নবীকরণ করা হবে না। এ বার এমনই কড়া মনোভাব প্রকাশ করে নির্দেশিকা জারি করল স্বাস্থ্য ভবন।

৬। নানুর থানার পুলিশের হাতে বড় সাফল্য। গ্রেফতার আগ্নেয়অস্ত্র সহ এক অস্ত্র ব্যবসায়ী। উদ্ধার পিস্তল ও একরাউন্ড গুলি সহ বিপুল পরিমাণ বোমা। ঘটনায় চাঞ্চল্য এলাকাজুড়ে।

৭। ফের বীরভূমের তিন জায়গা থেকে উদ্ধার তাজাবোমা। মোট ১৬৫ টি তাজা বোমা উদ্ধার। ইলামবাজার, কির্নাহার ও নানুর থেকে উদ্ধার হয় ওই বোমা গুলি। তিন থানার তরফে বম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়।

৮। একটি বাড়ি থেকে উদ্ধার ১০ লিটার চোলাই মদ। বিড়ভূমের সিউড়ি থানার অন্তর্গত মল্লিক গুনাপাড়া এলাকার ঘটনা। ঘটনায় একজনকে গ্রেফতার করে সিউড়ি থানার পুলিশ। ধৃতব্যক্তির বিরুদ্ধে এলাকার যুবকদের মদাসক্ত করার দীর্ঘদিনের অভিযোগ রয়েছে।

৯। খনি থেকে কয়লা চুরি রুখতে অভিনব প্রযুক্তি চালু করতে চলছে ইসিএল। সমস্ত খোলামুখ খনিগুলোতে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহৃত হবে। লাগানো হবে ইলেকট্রনিক্স গ্যাজেটস ক্যামেরা। পাশপাশি সুরখ্যার জন্য আরও সশস্ত্র বাহিনী বাড়ানোর জন্য জোড় দেওয়া হচ্ছে।

১০। দিঘা সমুদ্র সৈকতে উদ্ধার মৃত ডলফিন। উদ্ধার প্রায় সাড়ে তিন ফুট লম্বা ডলফিন। দীর্ঘদিন ধরেই পড়ে রয়েছে সৈকতের ধারে। পচা দুর্গন্ধ ছড়াতেই নড়েচড়ে বসে প্রশাসন।

১১। হরিয়ানার INLD নেতা খুনের নেপথ্যে ব্রিটিশ গ্যাংস্টাররা! বিস্ফোরক দাবি করল হরিয়ানা পুলিশ। আরও তিনজনের নামে এফআইআর দায়ের করেছে পুলিশ। তার মধ্যে রয়েছে প্রাক্তন বিজেপি বিধায়কের নামও।

১২। উত্তরপ্রদেশে ভয়াবহ পথ দুর্ঘটনা। বালিয়া জেলার বৈরিয়া পুলিশ স্টেশন এলাকায় দুটি যাত্রীবাহী গাড়ির সঙ্গে সংঘর্ষ ঘটে একটি লরির। মারা যান অন্তত ছয় জন। মৃতদের মধ্যে রয়েছে দুই শিশু। আহত একাধিক।

১৩। সিদ্দিপেট থেকে হায়দরাবাদের দিকে যাওয়ার সময় ভয়াবহ পথ দুর্ঘটনা। একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে ধাক্কা মারে রাস্তার ডিভাইডারে। তারপরেই অপর এক গাড়িতে ধাক্কা মেরে উল্টে যায় গাড়িটি। দুর্ঘটনায় গুরুতর আহত ৪ জন।

১৪। দুর্ঘটনার কবলে তেজস্বী যাদবের কনভয়ের গাড়ি। ঘটনাস্থলেই মৃত গাড়ির চালকের। আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আরও ১০ জন। তাঁদের মধ্যে পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক বলেই খবর। আহতদের মধ্যে রয়েছেন ৬ পুলিশকর্মী।

১৫। রিজার্ভ ব্যাঙ্কের বর্ধিত ডেডলাইন রয়েছে ১৫ মার্চ পর্যন্ত। তারপর থেকে আর পেটিএম এর মাধ্যমে আর্থিক লেনদেন করা যাবে না। এমন অবস্থায় এবার বিকল্প পথ খুঁজছে পেটিএম। ইউপিআই পরিষেবা চালু রাখার জন্য চারটি ব্যাঙ্কের সঙ্গে পার্টনার হতে চাইছে পেটিএম।

১৬। পর্যটকদের জন্য বড় সুখবর। খুব শীঘ্রই চালু হতে চলেছে সিকিমের প্রথম রেল স্টেশন। রংপো স্টেশনের শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী। এক ট্রেনেই এবার সোজা পৌঁছে যাওয়া যাবে রংপো।

১৭। চলতি বছরের পুজোতেও বড়সড় চমক নিয়ে হাজির হতে চলেছেন টলিপাড়ার সুপারহিট পরিচালক জুটি নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের জুটি। ২০২৪ সালের পুজোয় মুক্তি পেতে চলেছে তাঁদের নতুন ছবি ‘বহুরূপী’।

১৮। সম্প্রতি “বড়ে মিয়াঁ, ছোটে মিয়াঁ” ছবির প্রচারে লখনউয়ে পৌঁছেছিলেন অক্ষয় ও টাইগার। সেখানেই অসংখ্য ভক্তদের সামনে দড়িতে ঝুলে স্টান্ট দেখালেন বলিউডের এই দুই অভিনেতা। অক্ষয় টাইগারের এমন এন্ট্রি দেখে হইচই পড়ে গিয়েছিল গোটা এলাকায়।

১৯। বলিউড তথা হলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া জোনাস। নিজের মেয়ে মাল্টি ম্যারি চোপড়া জোনাস এর সঙ্গে আদুরে ছবি পোস্ট অভিনেত্রীর ।ছবির ক্যাপশনে লেখা ‘সময় তাড়াতাড়ি বয়ে যায়’। নিজের মেয়ের বয়স ইতিমধ্যেই ২ বছর হয়ে গেছে সেটাই বিশ্বাস করতে পারছেন না তিনি।

২০। মাঠে বল হাতে নামার জন্য শেষ পর্যন্ত অস্ত্রোপচার করাতে বাধ্য হলেন মোহম্মদ শামি। ২৬ ফেব্রুয়ারি তাঁর গোড়ালির অস্ত্রোপচার সম্পন্ন হয়। অ্যাকিলিস টেন্ডন মেরামতের জন্য গোড়ালিতে অপারেশন করালেন টিম ইন্ডিয়ার তারকা পেসার।

 

FREE ACCESS

Related Articles