রবিবারের রাশিফল: কেমন কাটবে ছুটির দিন?
Sunday Horoscope: How will you spend your holiday?

Truth Of Bengal: রবিবারের সকালের আলো যেমন এক নতুন দিনের শুরু, তেমনই গ্রহ-নক্ষত্রের চলাফেরা প্রতিটি রাশির ওপর ফেলছে নিজস্ব প্রভাব। আজকের দিনে কারও জন্য রয়েছে ব্যস্ততা, কারও জন্য ভাবনার কারণ, আবার কারও জীবনে আসতে পারে আনন্দের সুবাতাস। নিচে রইল বারোটি রাশির জন্য বিশ্লেষণধর্মী পূর্বাভাস—জেনে নিন আজ কোন দিকে আপনার মনোযোগ দেওয়া জরুরি।
মেষ: অতিরিক্ত কাজের চাপে ক্লান্তি আসতে পারে। সন্তানের কারণে সম্মানহানির সম্ভাবনা রয়েছে। পিতার সঙ্গে মতানৈক্য মন খারাপের কারণ হতে পারে। খেলাধুলায় শুভ পরিবর্তনের সম্ভাবনা। ব্যবসায় চুরির ঝুঁকি, সতর্ক থাকুন। প্রেমে নতুন যোগাযোগ হতে পারে।
বৃষ: ধর্ম নিয়ে তর্কে জড়ানোর সম্ভাবনা রয়েছে। মা-বাবার সঙ্গে মনোমালিন্য হতে পারে। ব্যবসায় উন্নতির ইঙ্গিত। পাওনা আদায় হতে পারে দুপুরের পর। ভ্রমণে অতিরিক্ত খরচের সম্ভাবনা। ভুল সিদ্ধান্তের জন্য অনুশোচনা হতে পারে।
মিথুন: কর্মস্থলে বন্ধুদের বিরোধিতা মানসিক চাপ বাড়াবে। ব্যবসায় মহাজনের সঙ্গে বিরোধ। বুদ্ধির জোরে শত্রুকে জয় করতে পারবেন। প্রেমে উন্নতির সম্ভাবনা থাকলেও পরে ক্ষতির আশঙ্কা। চুরির আশঙ্কায় সতর্কতা দরকার।
কর্কট: ব্যবসায় লাভ বাড়বে। ঋণমুক্তির সুযোগ মিলবে। উচ্চপদস্থ কারও সহায়তায় উন্নতি আসবে। পিতার জন্য ভালো কিছু পরিকল্পনা করতে পারেন। পড়াশোনার পক্ষে দিনটি অনুকূল। স্ত্রীর আচরণে মনঃকষ্ট হতে পারে।
সিংহ: প্রেমে হতাশা থেকে মানসিক চাপ বাড়তে পারে। প্রতিবেশীর ঝামেলা আপনার ঘাড়ে পড়তে পারে। কর্মস্থলে উদ্বেগ বাড়বে। লটারিতে লাভের সম্ভাবনা। প্রবাসে থাকা কারও জন্য ভাল খবর আসতে পারে।
কন্যা: বন্ধুরা সকালের দিকে বিব্রত করতে পারে। শরীরে ব্যথা-বেদনা বাড়তে পারে। কর্মক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে। প্রেমে শুভ সম্ভাবনা থাকলেও সাবধানে চলা দরকার। মা-বাবার সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে।
তুলা: ভ্রমণের সময় অসুস্থ হয়ে পড়তে পারেন। প্রেম থেকে বিরক্তি আসতে পারে। স্ত্রীর সঙ্গে সম্পর্কের টানাপোড়েন। পড়াশোনায় অগ্রগতি ও সাফল্য আসবে। অতিরিক্ত ব্যবসায় লাভের সম্ভাবনা।
বৃশ্চিক: প্রেমে সংযত থাকা জরুরি। সন্তানের কারণে খরচ বা জরিমানা হতে পারে। ব্যবসায় খরচ বাড়তে পারে। খেলাধুলা থেকে সাফল্য পেতে পারেন। অতিরিক্ত হঠকারিতার জন্য শারীরিক ক্ষতি হতে পারে।
ধনু: অতিরিক্ত খরচে চিন্তা বাড়বে। ব্যবসায় সুযোগ পেলেও কাজে লাগাতে না পারার সম্ভাবনা। আর্থিক সাহায্য পেতে পারেন। প্রেমে আনন্দের যোগ। সন্দেহজনক মহিলাদের থেকে দূরে থাকুন।
মকর: আপনার বিরুদ্ধে সমালোচনা বাড়তে পারে। প্রেম নিয়ে সারা দিন উদ্বেগে থাকবেন। স্ত্রীর মাধ্যমে মানসিক শান্তি পেতে পারেন। আর্থিক চাপ থাকবে। চাকরির চাপ বাড়বে। মায়ের স্বাস্থ্যে চিন্তার কারণ হতে পারে।
কুম্ভ: রক্তস্বল্পতা বাড়তে পারে। স্ত্রীর সঙ্গে মহিলাসংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ। বারবার চেষ্টার পরেও ফল মিলবে না। আইনি বিষয়ে উন্নতির সুযোগ আসবে। বন্ধুর কারণে রাগ বাড়তে পারে।
মীন: বিলাসিতায় খরচ বাড়বে। পরিবারের অশান্তিতে মনঃকষ্ট হতে পারে। ব্যবসায় শান্তি আসবে। বিবাহ সংক্রান্ত সুসংবাদ পেতে পারেন। চাকরিতে তর্ক এড়িয়ে চলুন।