চন্দ্রের তুলায় ভ্রমণে সিদ্ধি যোগ, হাতে টাকা আসবে এই ৩ রাশির জাতকের
If the moon travels in Libra, money will come to the hands of these 3 zodiac signs

The Truth Of Bengal : আজ ২৪ এপ্রিল, বুধবার। পঞ্জিকা অনুসারে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের প্রতিপদ তিথি। চাঁদ কাল সারাদিন তুলা রাশিতে বিরাজ করবে। তার সঙ্গে কাল বেশ কয়েকটি শুভ যোগের সৃষ্টি হবে। এই শুভ যোগগুলি হল সিদ্ধি যোগ ও ব্যাতিপত যোগ। এর পাশাপাশি কাল বুধবারে সারাদিন থাকবে স্বাতী নক্ষত্রের প্রভাব। এর ফলে কালকের দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে। জ্যোতিষ অনুসারে বুধবার হল সিদ্ধিদাতা গণেশের প্রিয় দিন। আজকের দিনটি কেমন কাটবে আপনার? শিক্ষাক্ষেত্রে সফল হবেন, নাকি বিফল? আজ আপনার কর্মক্ষেত্রে কোনো সুভ যোগ আছে কিনা এই সমস্ত খুঁটিনাটি প্রশ্নের উত্তর জানতে দেখে নিন আজকের রাশিফল। এই দৈনিক রাশি ফলের দ্বারা জেনে নিন আজ আপনার ভাগ্যের চাকা কোনদিকে ঘুরবে।
মেষ: একাধিক পথে আয় করতে গেলে বিপদ ঘটতে পারে। কাজের ব্যাপারে উদ্বেগ দেখা দিতে পারে। খেলাধুলার জন্য পুরস্কার পেতে পারেন। অহেতুক ক্রোধ বাড়তে পারে। কাজের ব্যাপারে নতুন যোগাযোগের সম্ভাবনা।
বৃষ : বিশেষ কোনও সম্মান লাভ করতে পারেন। যাঁরা ব্যবসা করেন, তাঁরা কাল বিশেষ ভাবে লাভ করবেন। বাবার সঙ্গে নিজের ভবিষ্যত্ নিয়ে আলোচনা করবেন আপনি। যাঁরা বেসরকারি চাকরি করেন, তাঁরা কাল নতুন চাকরি পেতে পারেন।
মিথুন : শত্রুর চক্রান্তে ব্যবসায় ক্ষতির আশঙ্কা। জমি ক্রয়-বিক্রয়ে প্রচুর লাভ হতে পারে। পড়াশোনার ক্ষেত্রে খারাপ কিছু ঘটতে পারে। সব থেকে বিশ্বাসযোগ্য মানুষ আপনাকে ঠকাতে পারেন। ন্যায্য পাওনা আদায় করতে গেলে অশান্তি হতে পারে।
কর্কট: পাওনা আদায়ে অশান্তি হতে পারে। স্ত্রীর সঙ্গে বিবাদের জন্য মর্মপীড়া। পড়াশোনায় শুভ পরিবর্তন। ব্যবসায় চাপ বাড়তে পারে। পড়াশোনা নিয়ে উদ্বেগ খুব বেশি থাকলেও তাতে সফল হবেন। বাড়তি ব্যবসার দিক থেকে দিনটি উপযুক্ত।
সিংহ : বাড়িতে কোনও সুসংবাদ আসতে পারে। সেবামূলক কাজে শান্তিলাভ। কোমরের যন্ত্রণা বাড়তে পারে। স্ত্রীর কোনও কাজে আপনাকে হতভম্ব হতে হবে। নিজের কাজের প্রতি নিজেরই গর্ববোধ হবে। জ্বরজ্বালায় ভোগান্তির আশঙ্কা রয়েছে। গৃহনির্মাণের পরিকল্পনা।
কন্যা: বুধবার পেশাগত জীবনে একাধিক পজিটিভ পরিবর্তন আপনি দেখতে পাবেন।
তুলা : অসৎ কোনও কাজের জন্য মনঃকষ্ট। ব্যবসায় পরিবর্তনের যোগ। কর্মস্থানে উন্নতির সুযোগ আসতে পারে। কোমরের কষ্ট বাড়তে পারে। সব কাজের জন্যই একটু ধৈর্য ধরতে হবে। পরিবারের সঙ্গে ভ্রমণের আলোচনা বাতিল হতে পারে। চিকিৎসার খরচ বৃদ্ধি। দাম্পত্য কলহ থেকে সাবধান থাকুন।
বৃশ্চিক : ব্যয় বাড়তে পারে। কোনও কাজে বার বার চেষ্টা করা বৃথা হবে। আইনি কাজের ভাল সুযোগ আসতে পারে। কোনও বন্ধুর কারণে ক্রোধ বাড়তে পারে। আশা পূরণের জন্য আনন্দ। পিতার চিকিৎসায় খরচ বাড়তে পারে।
ধনু : নতুন বন্ধুর জন্য আনন্দ লাভ। স্ত্রীর কোনও কাজে শান্তি পাবেন। শত্রু থেকে সাবধান। কোনও আশা নষ্ট হতে পারে। সম্পত্তি নিয়ে চিন্তা বৃদ্ধি। পেটের সমস্যা বাড়তে পারে। স্বামীর আবদার পূরণ করতে হতে পারে। সন্তানের ব্যাপারে চিন্তা বৃদ্ধি পেতে পারে।
মকর : খেলাধুলার ক্ষেত্রে শুভ পরিবর্তন। পরিবারে খরচ বৃদ্ধি। ব্যবসায় চুরি থেকে সাবধান। প্রেমের নতুন যোগাযোগ আসতে পারে। সম্পত্তির ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণ। বাইরের অশান্তি ঘরে আসতে পারে।
কুম্ভ : দুপুরের পরে কিছু পাওনা আদায় হতে পারে। সম্পত্তি নিয়ে চাপ বৃদ্ধি। অপরের উপকার করতে গেলে জন্য খরচ বৃদ্ধি পাবে। অংশীদারি ব্যবসায় উন্নতির যোগ। চাকরির স্থানে জটিলতা বৃদ্ধি।
মীন : ব্যবসায় মহাজনের সঙ্গে তর্ক হতে পারে। বাড়িতে অনেক বন্ধুর আগমন হবে। শরীর নিয়ে কষ্ট। বুদ্ধির জোরে শত্রুজয়। ভাই-বোনে সম্পত্তির ব্যাপারে বিবাদ। সম্মান নিয়ে টানাটানি হতে পারে। প্রেমের সম্পর্কে উন্নতি হতে পারে, তবে দুপুরের পরে ক্ষতির সম্ভাবনা রয়েছে।