আজকের দিনে

সিদ্ধি যোগে মহাশিবরাত্রিতে শিব-কৃপা থাকবে কোন কোন রাশির জাতকের ওপর?

In Siddhi Yoga, there will be Shiva-Krpa ​​on Mahashivratri which zodiac sign?

The Truth Of Bengal: আজ 8 মার্চ , শুক্রবার। চন্দ্র আজ মকর রাশি থেকে বেরিয়ে কুম্ভ রাশিতে প্রবেশ করবে। আজ শিব যোগ, গজকেশরী যোগ, সিদ্ধি যোগ ও শ্রবণ নক্ষত্রের শুভ সংযোগ থাকবে। আজকের দিনটি কেমন কাটবে আপনার? শিক্ষাক্ষেত্রে সফল হবেন, নাকি বিফল? আজ আপনার কর্মক্ষেত্রে কোনো সুভ যোগ আছে কিনা এই সমস্ত খুঁটিনাটি প্রশ্নের উত্তর জানতে দেখে নিন আজকের রাশিফল। এই দৈনিক রাশি ফলের দ্বারা জেনে নিন আজ আপনার ভাগ্যের চাকা কোনদিকে ঘুরবে।

মেষ : পরিবারের কোনও সদস্যের স্বাস্থ্য দুর্বল হওয়ায় চিন্তিত হবেন। কর্মক্ষেত্রে সকলে আপনার প্রশংসা করবেন। বন্ধু সংখ্যা বৃদ্ধি পাবে। অর্ঝ উপার্জনের সহজ পথ খুঁজে পাবেন। কারও শোনা কথায় বিশ্বাস করবেন না।

বৃষ: লেনদেনে সতর্ক থাকুন। তাড়াহুড়োয় কোনও সিদ্ধান্ত নেবেন না। অতীত ভুল সংশোধনের সুযোগ পাবেন। দিনটি চিন্তাজনক। কর্মক্ষেত্রে অনাবশ্যক বিবাদ উৎপন্ন হতে পারে, আপনার সঙ্গে তর্ক বাঁধতে পারে।

মিথুন: বহিরাগত ব্যক্তির বিষয়ে হস্তক্ষেপ করবেন না, সমস্যায় জড়াতে পারেন। শত্রু আপনার ওপর প্রভাব বিস্তার করার চেষ্টা করবে। বুদ্ধির জোরে এই সমস্যা থেকে মুক্তি পাবেন।

কর্কট : কোনও কাজের জন্য আপনজনের সাহায্য পাইতে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে বিবাদ চললে তাঁদের কথা শুনুন ও বোঝার চেষ্টা করুন। তখনই সমস্যার সমাধান হবে। মনের মধ্যে যে কথা চলছে তা বন্ধুদের সঙ্গে ভাগ করে নিন।

সিংহ : ব্যবসায়ীরা কাঙ্খিত লাভ অর্জন করবেন। আইনি মামলায় অভিজ্ঞ ব্যক্তির পরামর্শের প্রয়োজন হবে, তখনই সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন।

কন্যা: গুরুত্বপূর্ণ কাজ আগামিকালের ভরসায় ছেড়ে রাখবেন না, তা না-হলে সমস্যা সম্ভব। ঝুকিপূর্ণ কাজের ফলে লোকসান হবে। বাচ্চারা আপনার কাছ থেকে কিছু পাওয়ার জেদ করবে।

তুলা: বন্ধুদের সঙ্গে বাইরে ঘুরতে যেতে পারেন। ব্যবসায়ীরা কারও সঙ্গে পার্টনারশিপ করবেন না, তা না-হলে প্রতারিত হতে পারেন। একাধিক উৎস থেকে আয় হবে।

বৃশ্চিক: তাড়াহুড়োয় কোনও কাজ করবেন না। লগ্নি প্রকল্পে টাকা বিনিয়োগ করলে ভালো মুনাফা হবে। মনের মধ্যে চলতে থাকা কোনও সমস্যা সম্পর্কে মা-বাবার সঙ্গে কথা বলতে পারেন।

ধনু: ব্যবসায়ে উন্নতি হবে আজ। আধ্যাত্মিকতার প্রতি রুচি বাড়বে। পরিবারের সদস্যদের সঙ্গে ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। সেখানে কোনও বিবাদে জড়াবেন না।

মকর: সাবধানে যাত্রায় বের হন, দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে। পারিবারিক বিবাদের সময়ে রাগ করবেন না। ভালোভাবে চিন্তাভাবনা করে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করুন। সম্পত্তি সংক্রান্ত বিবাদে জয়ী হবেন।

কুম্ভ: জীবনসঙ্গীর ভরপুর সহযোগিতা লাভ করবেন। আইনি মামলায় সমস্যার সম্মুখীন হতে পারেন, যা আপনাকে দুশ্চিন্তায় ফেলবে। ব্যবসার কারণে যাত্রা করলে এ সময়ে লাভ হবে।

মীন: নতুন জমি, বাড়ি, গাড়ি কেনার পরিকল্পনা করে থাকলে লাভান্বিত হবেন। ভাগ্যের সাহায্যে একের পর এক সুসংবাদ পাবেন। কোনও কাজের কারণে অবসাদগ্রস্ত থাকলে, তা দূর হবে।

Related Articles