আজকের দিনে

ত্রিগ্রহী যোগে শিক্ষাক্ষেত্রে সফল হবেন কোন চার রাশির জাতক ? জানুন আজকের রাশিফল

Trigrahi yoga will be successful in the field of education, which four zodiac signs? Know today's horoscope

The Truth Of Bengal: আজ 7 মার্চ , বৃহস্পতিবার। চন্দ্র আজ শনির রাশি মকরে বিচরণ করবে। আজ কলাত্মক যোগ, ত্রিগ্রহী যোগ ও উত্তরাষাঢ় নক্ষত্রের শুভ সংযোগ থাকবে। আজকের দিনটি কেমন কাটবে আপনার? শিক্ষাক্ষেত্রে সফল হবেন, নাকি বিফল? আজ আপনার কর্মক্ষেত্রে কোনো সুভ যোগ আছে কিনা এই সমস্ত খুঁটিনাটি প্রশ্নের উত্তর জানতে দেখে নিন আজকের রাশিফল। এই দৈনিক রাশি ফলের দ্বারা জেনে নিন আজ আপনার ভাগ্যের চাকা কোনদিকে ঘুরবে।

১) মেষ রাশি : ব্যথা বেদনা বাড়বে। দীর্ঘ মেয়াদি রোগের তাড়াতাড়ি চিকিত্‍সা করুন। বিশেষ কারও দ্বারা চাকরিতে উন্নতির যোগ দেখা যাচ্ছে। দূরের কোনও আত্মীয়ের অসুস্থতার খবর পেতে পারেন। সন্তানদের পরীক্ষার ফল ভাল হবে।

২) বৃষ রাশি : আজ আপনি কারও অপবাদের শিকার হতে পারেন। আজ অপরের সমালোচনা করতে যাবেন না। বন্ধু প্রীতি বজায় থাকবে। পুরনো দিনের অশান্তি মিটে যেতে পারে। দীর্ঘ মেয়াদি কোনও কাজ তাড়াতাড়ি সেরে ফেলুন।

৩) মিথুন রাশি : আজ কোনও সমস্যার সমাধান অনায়াসে হয়ে যাবে। সামাজিক কোনও কারণে নিজের বীরত্ব দেখানোর সুযোগ পাবেন। দূরের কোনও আত্মীয়ের অসুস্থতার খবর পেতে পারেন।

৪ ) কর্কট রাশি : প্রতিযোগিতামূলক কাজে সাফল্যের যোগ। কুসঙ্গে পড়ে নিজের ক্ষতি হতে পারে। আকাশপথে ভ্রমণ হতে পারে। অজান্তে আপনার কাছ থেকে কেউ কষ্ট পাবেন। কাজে সুফল পাবেন। অন্যকে বাঁচাতে গিয়ে নিজের বড় ক্ষতি হওয়ার সম্ভাবনা। আত্মীয়দের নিয়ে দুশ্চিন্তা থাকবে।

৫) সিংহ রাশি : শিক্ষক শিক্ষিকাদের জন্য সময়টা শুভ। উঁচু স্থান থেকে পড়ে গিয়ে আঘাত পাওয়ার আশঙ্কা। নতুন কোনও কাজের সুযোগ বা বাড়তি উপার্জন হতে পারে। চাকরিজীবীদের পদোন্নতির হতে পারে। স্বাস্থ্য ভাল থাকবে।

৬) কন্যা রাশি : ভালো কোনও সুযোগ হাতছাড়া হওয়ায় ক্ষোভ বাড়তে পারে। কারও কাছ থেকে বড় কোনও উপকার পেতে পারেন। হতাশার জন্য শরীর খারাপ হওয়ার সম্ভাবনা। নতুন কিছু কেনার পরিকল্পনা হতে পারে আজ।

৭ ) তুলা : যারা নতুন চাকরিতে যোগ দিয়েছেন তাঁদের অফিসের নিয়মকানুন ভাল করে বুঝতে হবে। ব্যবসার জন্য স্বাভাবিক দিন হবে। পরিবারে শান্তির পরিবেশ থাকবে। মন শান্ত রাখতে, নীতিবাচক জিনিস থেকে নিজেকে দূরে রাখুন ।

৮) বৃশ্চিক রাশি : আজ শরীর ভাল থাকবে । কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। ব্যবসায় ভালো লাভ হবে। আর্থিক দিক থেকে দিনটি ভালো যাবে ।

৯ ) ধনু রাশি : পড়াশোনার খুব ভাল সুযোগ আসতে পারে। মা-বাবার সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। নতুন কাজের সন্ধান করতে হতে পারে। প্রতিবাদী মনোভাবে কর্মস্থানে সম্মান বৃদ্ধি পেতে পারে। সন্তানদের সঙ্গে সম্পর্ক ভাল থাকবে।

১০ ) মকর রাশি : পরনিন্দা এবং কুত্‍সা থেকে আজ অবশ্যই দূরে থাকুন। আপনি আজ আপনার বাড়ির সৌন্দর্যায়নের প্রতি নজর দেবেন। শিশুদের সাথে আজ কিছু সময় কাটানোর চেষ্টা করুন। এর ফলে আপনার মন ভালো থাকবে।

১১) কুম্ভ রাশি : কারোর সাথে খারাপ ব্যবহার করবেন না। কিছুটা সময় একান্তে কাটাতে পারেন। মন হালকা হবে। আটকে থাকা কাজগুলি আবার শুরু হবে।

১২ ) মীন রাশি : আজ নতুন কাজের জন্য প্রস্তাব পেতে পারেন। ব্যবসায় আপনার ভাল লাভের সম্ভাবনা রয়েছে । সম্পত্তি সংক্রান্ত বিষয়ে জয়লাভ করবেন। পরিবারের সাথে ভালো সময় কাটাবেন ।

FREE ACCESS

Related Articles