কলকাতা

তৃণমূল বিধায়করা শৃঙ্খলা মানবেন না কেন? জানতে চায় শৃঙ্খলা রক্ষা কমিটি

Why don't Trinamool MLAs follow discipline? Discipline Committee wants to know

Truth Of Bengal: জয় চক্রবর্তী: সদ্য শেষ হওয়া বিধানসভার বাজেট অধিবেশনের শেষ কয়েকদিন একাধিক বিল পেশ হয়েছে। বিল পেশ করা হবে এমন বিষয়টিকে মাথায় রেখেই তৃণমূল কংগ্রেসের সমস্ত বিধায়কদের থাকার নির্দেশ দেওয়া হয়েছিল।

কিন্তু হুইপ থাকার পরেও অনেক বিধায়ক অনুপস্থিত ছিলেন। কেন তারা অনুপস্থিত ছিলেন? জানার জন্য ৮ এপ্রিল বিধানসভায় অনুষ্ঠিত হবে শৃঙ্খলা রক্ষা কমিটির বৈঠক। কনভেনার শোভনদেব চট্টোপাধ্যায়ের নেতৃত্বে বিধানসভা তেই শৃঙ্খলা রক্ষা কমিটির বৈঠক। উত্তরে সন্তুষ্ট না হলে দলীয় ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হতে পারে বলে সূত্রের খবর।

Related Articles