কলকাতা

ভিনরাজ্যে বাংলা বলার অপরাধে পরিযায়ী শ্রমিকদের মার খেতে হচ্ছে কেন? সরব মমতা

Why are migrant labourers being beaten up for speaking Bangla in other states? Mamata

Truth of Bengal: ভিনরাজ্যে কাজ করতে গিয়ে বাংলা বলার ‘অপরাধে’ মার খেতে হচ্ছে পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের — এমন বিস্ফোরক অভিযোগ তুলে এবার সরাসরি হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার মুর্শিদাবাদের বহরমপুরে প্রশাসনিক সভা থেকে তিনি বলেন, “ওড়িশায় বাংলায় কথা বলায় মার খেতে হয়েছে আমাদের শ্রমিকদের। এটা মেনে নেওয়া যায় না। বাংলায় কথা বলা কি অপরাধ?”

শুধু ওড়িশা নয়, বিহার, রাজস্থান, মহারাষ্ট্র — একাধিক রাজ্যে বাংলার শ্রমিকদের উপর নির্যাতন, লুটপাট, এমনকি পরিচয়পত্র কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বহু ক্ষেত্রেই স্থানীয় প্রশাসনের তরফে সাহায্য মিলছে না বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।

এই পরিস্থিতিতে রাজ্য সরকারের তরফে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্যের স্বরাষ্ট্রসচিবকে বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট রাজ্যগুলোর সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। পশ্চিমবঙ্গের ডিজিও ইতিমধ্যে ওড়িশার ডিজির সঙ্গে আলোচনা করেছেন।

পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা নিয়ে রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম ও ইউসুফ পাঠান ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিয়ে চাপ তৈরি করেছেন। রাজ্য সরকারের তরফে পরিযায়ী শ্রমিকদের নিরাপদে ফিরিয়ে আনার উদ্যোগও চলছে।

মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, “আমাদের রাজ্যে দেড় কোটির বেশি বাইরের রাজ্যের শ্রমিক কাজ করেন। আমরা কখনও তাঁদের ওপর অত্যাচার করি না। কিন্তু যদি কেউ হুমকি দেয়, তার দায় আমি নেব না। হিংসার রাজনীতি বরদাস্ত করা হবে না।”

ভাষার জন্য অত্যাচার — এই প্রশ্নে রাজনীতি আরও তীব্র হচ্ছে বলেই মত রাজনৈতিক মহলের। তৃণমূল এবার সরাসরি আক্রমণে নামায় চাপ বাড়ছে বিজেপি শাসিত রাজ্যগুলোর উপর।

Related Articles